Digha Jagannath Temple Prasad: দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদের বাক্সে কী কী থাকবে? জুনেই ঘরে ঘরে পৌঁছবে, কীভাবে পাবেন আপনি? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Jagannath Temple Prasad: বাংলার পেঁড়া ও ওড়িশার গজা। দুইই থাকছে দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদে। পেঁড়া ও গজা প্রসাদ হিসাবে জেলায় জেলায় প্রতিটি পরিবারে পৌঁছে যাবে রেশন দোকানের মাধ্যমে।
advertisement
advertisement
*২৭ জুন রথযাত্রার আগে প্রসাদ বিতরণের কাজ শেষ করতে হবে। যদি সেই সময়ের মধ্যে প্রসাদ বিতরণ শেষ না হয়, তাহলে ৪ জুলাইয়ের আগে তা শেষ করতে হবে। রাজ্যের তরফ থেকে খোয়া ক্ষীর দিঘাতে জগন্নাথ দেবের কাছে পুজো দেওয়া হয়। তারপর জেলায় জেলায় পৌঁছে দেওয়া হয়েছে সেই খোয়া ক্ষীর। সেই খোয়া ক্ষীর মিশিয়ে তৈরি হচ্ছে পেঁড়া ও গজা। রেশন ডিলারের মাধ্যমে বিশেষ এই প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে বাংলার বাড়ি বাড়ি। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
*দুয়ারে রেশন-এর মাধ্যমে বাংলার ঘরে ঘরে প্রসাদের বাক্স পৌঁছে দেওয়া হবে বলে জানান মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। তিনি বলেন, 'বাক্সে নির্দিষ্ট মাপ ও ওজনের একটি পেঁড়া একটি গজা এবং একটি জগন্নাথ ধামের ছবি থাকবে। বাক্স প্যাকিং করবে ব্লকে ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ফাইল ছবি।
advertisement
*রেশন ব্যবস্থার মাধ্যমেই বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে প্রসাদের বাক্স। প্রসাদ বিতরণের আগে এলাকায় মাইকিং করা হবে। প্রসাদ বিতরণের সময় প্রশাসনের সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকবেন।' ইতিমধ্যে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের জন্য প্রতিটি জেলার নামে আলাদা আলাদা পুজো দিয়ে খোয়া ক্ষীর পাঠানো হয়েছে জেলায় জেলায়। ফাইল ছবি।