Digha News: হোটেল বুকিংয়ে সাইবার ফাঁদ! দিঘা-মন্দারমণি বেড়াতে গিয়ে 'ফ্যাসাদে' পর্যটকরা, প্রতারণার হাত থেকে বাঁচার উপায় জানাল পুলিশ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Cyber Fraud: নকল হোটেল ওয়েবসাইট, ভুয়ো কিউআর কোড ও অগ্রিম টাকার ফাঁদে পড়ে অনেক পর্যটক প্রতারিত হচ্ছেন। কীভাবে আসল-নকল ওয়েবসাইট চিনবেন, নিরাপদে হোটেল বুক করবেন ও প্রতারণা থেকে বাঁচবেন জেনে নিন
বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। তাই অনেকেই আগেভাগে অনলাইনে হোটেল বুক করেন যাতে পৌঁছেই নিশ্চিন্ত থাকা যায়। কিন্তু এই আগেভাগের বুকিংয়ের সুযোগ নিচ্ছে এক শ্রেণির অনলাইন প্রতারক। নামী হোটেলের নকল ওয়েবসাইট বানিয়ে তারা অগ্রিম টাকা হাতিয়ে নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে— আপনি কিভাবে বুঝবেন আপনি প্রতারণার ফাঁদে পড়ছেন না? কিছু সহজ উপায় জানলে কিন্তু এই ফাঁদ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়।
advertisement
সম্প্রতি প্রতারণা শিকার হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা বিশ্বরূপ সমাদ্দার। মন্দারমণির এক রিসর্টে থাকার পরিকল্পনা ছিল তাঁর। রিসর্টের নাম ব্যবহার করে তৈরি নকল ওয়েবসাইটে গিয়ে তিনি বুকিং করেন এবং ২৭ হাজার টাকা অগ্রিম পরিশোধ করেন। পরে জানতে পারেন, পুরো ওয়েবসাইটটাই জাল। প্রতারিত হওয়ার পর তিনি রিসর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে আসল ঘটনাটি প্রকাশ্যে আসে।
advertisement
রিসর্টের চিফ এগজ়িকিউটিভ অফিসার সৃঞ্জয় বসু মন্দারমণি উপকূল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, রিসর্টের আসল লোগো, ছবি ও নাম ব্যবহার করে নকল ওয়েবসাইট বানিয়ে প্রতারণা করা হচ্ছে। এমনকি রিসর্টের ছবিসহ ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে পর্যটকদের জাল কিউআর কোড পাঠানো হচ্ছে। পর্যটকেরা টাকা পাঠানোর পর জাল বিল পাচ্ছেন এবং ভুয়ো বুকিং মেসেজও পাচ্ছেন।
advertisement
মন্দারমণি হোটেল মালিক সংগঠনের সভাপতি মমরেজ আলি জানান, “আগেও এ ধরনের প্রতারণা হয়েছে। পুলিশের হস্তক্ষেপে কিছুটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু আবার সক্রিয় হয়েছে এই চক্র।” তাঁর মতে, বারবার এমন ঘটনা পর্যটন শিল্পের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। অনেক পর্যটক অনলাইনে হোটেল বুক করতে ভয় পাচ্ছেন, ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। পুলিশকে আরও কড়া পদক্ষেপ নিতে হবে বলে দাবি করেন তিনি।
advertisement
বিশেষজ্ঞদের মতে, অনলাইন হোটেল বুকিংয়ের আগে কিছু সাধারণ সতর্কতা মানলেই প্রতারণা এড়ানো সম্ভব। প্রথমে গুগলে হোটেলের নাম লিখে অফিসিয়াল গুগল ম্যাপ প্রোফাইল চেক করুন। কোনও লিংক বা মেসেজে ক্লিক না করে নিজে সার্চ করুন। ঠিকানা, ফোন নম্বর, ছবি ও রিভিউ দেখে নিন। সরাসরি হোটেলে ফোন করে বুকিং যাচাই করা সবচেয়ে নিরাপদ উপায়। সবসময় পরিচিত ও বিশ্বাসযোগ্য বুকিং সাইট ব্যবহার করুন।
advertisement
পেমেন্টের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। কখনও পুরো টাকা অগ্রিম পাঠাবেন না, প্রথমে সামান্য অগ্রিম দিন বাকিটা হোটেলে পৌঁছে পরিশোধ করুন। ইমেল বা এসএমএসে কনফার্মেশন রাখুন, স্ক্রিনশট সংরক্ষণ করুন। “৫০% ছাড়”, “আজই অফার শেষ” এ ধরনের লোভনীয় মেসেজে প্রলুব্ধ হবেন না। সামান্য সচেতনতা প্রতারণা থেকে রক্ষা করতে পারে এবং নিশ্চিন্তে ভ্রমণ উপভোগ করতে সাহায্য করবে।
