Digha- Hilsa-Ilish: বিরাট ওজন! মরশুমের প্রথম ইলিশ এল বাজারে! জিভে জল! দাম শুনলে হা হয়ে যাবেন!

Last Updated:
Digha- Hilsa-Ilish: প্রথম ইলিশের স্বাদই আলাদা! দাম শুনলে চমকে যাবেন!
1/6
ইলিশ উঠল কি? এ প্রশ্ন সকলের থাকে। এবার মরশুমের শুরুতে সেই ইলিশের দেখা মিলল।  ৬১ দিনের ব্যান পিরিয়ড শেষে সমুদ্রে মৎস্য শিকারে বেরিয়েছে প্রায় ৩ হাজার লঞ্চ-ট্রলার।
ইলিশ উঠল কি? এ প্রশ্ন সকলের থাকে। এবার মরশুমের শুরুতে সেই ইলিশের দেখা মিলল। ৬১ দিনের ব্যান পিরিয়ড শেষে সমুদ্রে মৎস্য শিকারে বেরিয়েছে প্রায় ৩ হাজার লঞ্চ-ট্রলার।
advertisement
2/6
মরশুমের প্রথম রূপোলি ফসল চোখে দেখে, স্মৃতি উস্কে চাগাড় দিতে থাকে রসনার পুরোনো স্বাদ। কিন্তু দাম শোনার পর অনেকেই আড়চোখে আরও একবার ইলিশের দিকে চেয়ে মুখ ফিরিয়েছেন অন্যদিকে।
মরশুমের প্রথম রূপোলি ফসল চোখে দেখে, স্মৃতি উস্কে চাগাড় দিতে থাকে রসনার পুরোনো স্বাদ। কিন্তু দাম শোনার পর অনেকেই আড়চোখে আরও একবার ইলিশের দিকে চেয়ে মুখ ফিরিয়েছেন অন্যদিকে।
advertisement
3/6
ইলিশের ঝাঁক জালে ওঠে বৃষ্টি আর পুবালি হাওয়ার যুগলবন্দিতে। সেই আবহাওয়া এখনও তৈরি হয়নি দিঘায়। দ্রুত আবহাওয়া অনুকূল হলেই ইলিশ উঠতে থাকবে জালে।
ইলিশের ঝাঁক জালে ওঠে বৃষ্টি আর পুবালি হাওয়ার যুগলবন্দিতে। সেই আবহাওয়া এখনও তৈরি হয়নি দিঘায়। দ্রুত আবহাওয়া অনুকূল হলেই ইলিশ উঠতে থাকবে জালে।
advertisement
4/6
গভীর সমুদ্রে মাছ শিকারে থাকা মৎস্যজীবীদের জালে জড়িয়েছিল সীমিত সংখ্যক ইলিশ, পমফ্রেট, চিংড়ি, ভোলা ইত্যাদি। যা দিয়েই শুরু হয় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের প্রথম দিনের হাঁকডাক।
গভীর সমুদ্রে মাছ শিকারে থাকা মৎস্যজীবীদের জালে জড়িয়েছিল সীমিত সংখ্যক ইলিশ, পমফ্রেট, চিংড়ি, ভোলা ইত্যাদি। যা দিয়েই শুরু হয় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের প্রথম দিনের হাঁকডাক।
advertisement
5/6
মরশুমের প্রথম ইলিশের দাম কত? জানলে চোখ কপালে উঠবে!
মরশুমের প্রথম ইলিশের দাম কত? জানলে চোখ কপালে উঠবে!
advertisement
6/6
এক একটির ওজন এক কিলোর আশেপাশে। গড়ন ও গায়ের রং দেখে বোঝা যায়, ভাল জাতের। পিলে চমকানো দাম। হাজারের ওপর। মধ্যবিত্ত বাঙালির তো ছুঁয়ে দেখার প্রশ্নই নেই। তবুও শান্তি, তবুও স্বস্তি।
এক একটির ওজন এক কিলোর আশেপাশে। গড়ন ও গায়ের রং দেখে বোঝা যায়, ভাল জাতের। পিলে চমকানো দাম। হাজারের ওপর। মধ্যবিত্ত বাঙালির তো ছুঁয়ে দেখার প্রশ্নই নেই। তবুও শান্তি, তবুও স্বস্তি।
advertisement
advertisement
advertisement