Digha New Rules: আজ থেকে দিঘা গেলে সাবধান, ছোট্ট 'এই' কাজের মাশুল মোটা অঙ্কের জরিমানা

Last Updated:
Digha New Rules: কাজের ফাঁকে উইকএন্ডে আপনার মন চাইছে দিঘা যেতে? এ বার দিঘা আসার আগে সতর্ক থাকুন, জেনে নিন এই নিয়ম...
1/7
*কাজের ফাঁকে উইকএন্ডে আপনার মন চাইছে দিঘা যেতে? তবে এ বার দিঘা আসার আগে সতর্ক থাকুন! জেনে নিন নিয়ম। কারণ দিঘায় এসে এই নিয়ম না মানলে পর্যটককে দিতে হবে মোটা জরিমানা। প্রশাসনের তরফে নয়া নিয়ম জারি হয়েছে। ফাইল ছবি। 
*কাজের ফাঁকে উইকএন্ডে আপনার মন চাইছে দিঘা যেতে? তবে এ বার দিঘা আসার আগে সতর্ক থাকুন! জেনে নিন নিয়ম। কারণ দিঘায় এসে এই নিয়ম না মানলে পর্যটককে দিতে হবে মোটা জরিমানা। প্রশাসনের তরফে নয়া নিয়ম জারি হয়েছে। ফাইল ছবি। 
advertisement
2/7
*বাঙালির পছন্দের ডেস্টিনেশন দিঘা। সমাজের সব স্তরের মানুষ কাজের ফাঁকে সুযোগ পেলেই সমুদ্রের অমোঘ আকর্ষণে ছুটে আসেন। ফাইল ছবি।
*বাঙালির পছন্দের ডেস্টিনেশন দিঘা। সমাজের সব স্তরের মানুষ কাজের ফাঁকে সুযোগ পেলেই সমুদ্রের অমোঘ আকর্ষণে ছুটে আসেন। ফাইল ছবি।
advertisement
3/7
*ভ্রমনপ্রিয় বাঙালির গোয়া অর্থাৎ দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ফলে দিন দিন দিঘার সৌন্দর্যের মুকুটে জুড়ছে এক একটি পালক। ফাইল ছবি। 
*ভ্রমনপ্রিয় বাঙালির গোয়া অর্থাৎ দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ফলে দিন দিন দিঘার সৌন্দর্যের মুকুটে জুড়ছে এক একটি পালক। ফাইল ছবি। 
advertisement
4/7
*মেরিন ড্রাইভ জগন্নাথ মন্দির, ওল্ড দিঘায় বিশ্ববাংলা পার্কের পাশাপাশি নিউ দিঘায় পর্যটকদের মনোরঞ্জনের জন্য একটি বড় পার্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সেইমত জায়গা পরিদর্শন করেছে জেলাশাসক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ফাইল ছবি। 
*মেরিন ড্রাইভ জগন্নাথ মন্দির, ওল্ড দিঘায় বিশ্ববাংলা পার্কের পাশাপাশি নিউ দিঘায় পর্যটকদের মনোরঞ্জনের জন্য একটি বড় পার্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সেইমত জায়গা পরিদর্শন করেছে জেলাশাসক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ফাইল ছবি। 
advertisement
5/7
*একদিকে দিঘাকে আরও সুন্দর করে তুলতে প্রশাসনের প্রয়াস জারি রয়েছে। অন্যদিকে, দিঘার বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা নিয়ে সরব হয়েছে দিঘায় আসা পর্যটকেরা। ফাইল ছবি। 
*একদিকে দিঘাকে আরও সুন্দর করে তুলতে প্রশাসনের প্রয়াস জারি রয়েছে। অন্যদিকে, দিঘার বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা নিয়ে সরব হয়েছে দিঘায় আসা পর্যটকেরা। ফাইল ছবি। 
advertisement
6/7
*তবে এবার আর দিঘায় যত্রতত্র নোংরা আবর্জনা নয়। এ বিষয়ে উদ্যোগী হল প্রশাসন। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা নিয়ে দিঘা সৈকত সরণীতে মাইকিং করে নির্দেশিকা জারি করা হয়েছে। ফাইল ছবি। 
*তবে এবার আর দিঘায় যত্রতত্র নোংরা আবর্জনা নয়। এ বিষয়ে উদ্যোগী হল প্রশাসন। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা নিয়ে দিঘা সৈকত সরণীতে মাইকিং করে নির্দেশিকা জারি করা হয়েছে। ফাইল ছবি। 
advertisement
7/7
*পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট ডাস্টবিনে নোংরা আবর্জনা ফেলার জন্য। কোনও পর্যটক বা স্থানীয় ব্যবসায়ী ডাস্টবিন ছাড়া অন্য কোথাও নোংরা আবর্জনা ফেলে জরিমানা করা হবে বলে ঘোষণা করা হয়েছে। ফলে এ বার দিঘায় এসে সতর্ক থাকুন। ফাইল ছবি।
*পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট ডাস্টবিনে নোংরা আবর্জনা ফেলার জন্য। কোনও পর্যটক বা স্থানীয় ব্যবসায়ী ডাস্টবিন ছাড়া অন্য কোথাও নোংরা আবর্জনা ফেলে জরিমানা করা হবে বলে ঘোষণা করা হয়েছে। ফলে এ বার দিঘায় এসে সতর্ক থাকুন। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement