Didir Doot || Satabdi Roy: ছুঁলেনই না ভাত-ডাল-খাসির মাংস...! স্রেফ 'ফটোসেশন' সেরেই সটান যা করলেন 'দিদির দূত' শতাব্দী রায়! তাজ্জব দলীয় কর্মীরাও
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Didir Doot || Satabdi Roy: হাঁসন বিধাসভার রামপুরহাট ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া গ্রামে তৃণমূল কর্মী সুজিত সরকার বাড়িতে খাবারের আয়েজন করা হয়েছিল। মেনু ছিল ভাত, বেগুন ভাজা, মুগের ডাল, পাঁচ তরকারি, খাসির মাংস,মাছ ভাজা।
advertisement
কিন্তু সেই কাজে গিয়েই শুক্রবার দিকে দিকে বিক্ষোভের মুখে পড়লেন তাঁরা। তবে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়লেন বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়। বীরভূমের মাড়গ্রামে তিনি গেলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। সেখানকার পরিস্থিতি শান্ত করে সাংসদ যান হাসনের একটি গ্রামে। সেখানে পঞ্চব্যাঞ্জনে সাজানো পাত না ছুঁয়েই শুধু ছবি তুলে উঠে পড়লেন তিনি!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement