Cyclone Remal: সাগর থেকে দূরে সরলেও ক্যানিং থেকে মাত্র ৭০ কিমি দূরে সাইক্লোন, এবার এই জেলাগুলিতে দুর্যোগের প্রবল ছায়া
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Red Alert: আছড়ে পড়ল সুপার সাইক্লোন রিমল, দমকা হাওয়া সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি, এখনই মুক্তি নয় সাইক্লোনের দাপট থেকে
সারা রাত সাইক্লোনের শোঁ শোঁ শব্দের হাওয়া এবং লাগাতার বৃষ্টির পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ সামান্য পরিষ্কার হলেও বেলা বাড়তেই ফের একবার বৃষ্টি শুরু হয়েছে৷ আইএমডি সর্বশেষ ওয়েদার আপডেট অনুসারে এই মুহূর্তে ল্যান্ডফলের পর খানিকটা শক্তি হারিয়ে ভূমির উপর দিয়ে এগিয়ে যাচ্ছে Cyclone Remal৷ Severe Cyclonic Storm থেকে Cyclonic Storm -এ পরিণত হয়েছে৷ Photo Courtesy- Windy
advertisement
আইএমডির ওয়েদার আপডেট অনুসারে শেষ পাওয়া খবর অনুসারে সাগর দ্বীপ থেকে ১৫০ কিমি উত্তর পূর্ব, বাংলাদেশে থেকে ১১০ কিমি উত্তর পশ্চিম, পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে ৭০ কিমি উত্তর পূর্ব, এবং বাংলাদেশের মংলা থেকে ৩০ কিমি পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে৷ শক্তি হারালেও এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটানোর ক্ষমতা রয়েছে এই সাইক্লোনের৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গত সপ্তাহে গৌড়বঙ্গের জেলাগুলিতে তীব্র গরম ছিল। সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল। বৃষ্টির ফলে অনেকটাই নিচে নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
advertisement