Cyclone Dana in Digha: এবার আরও ভয়ঙ্কর! রাক্ষুসে 'দানা'র হানায় দিঘার সমুদ্রে তুলকালাম! ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ছোবলে..., শুনলে ভয়ে আঁতকে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Cyclone Dana in Digha: ঘূর্ণিঝড় দানা-র প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে প্রবল বৃষ্টি চলছে।এদিন সকাল থেকে দিঘায় প্রবল বৃষ্টি চলছে, সঙ্গে ঝোড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র। শুক্রবারের পাশাপাশি শনিবারও পর্যটকদের সমুদ্র নামার বিষয়ে নজরদারি চলবে বলে জানা যায় প্রশাসন সূত্রে।
advertisement
হাওয়া অফিসের লেটেস্ট আপডেট থেকে জানা যায়, প্রায় এক থেকে দুই মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা সমুদ্রে। এমনিতেই ঘূর্ণিঝড়ের সর্তকতা মূলক পদক্ষেপ হিসাবে ২৫ অক্টোবর শুক্রবার পর্যন্ত দিঘায় সমুদ্রে পর্যটকদের নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই মতো চলছে নজরদারি। শুক্রবারের পাশাপাশি শনিবারও পর্যটকদের সমুদ্র নামার বিষয়ে নজরদারি চলবে বলে জানা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দিঘায় শুক্রবারও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে। জেলা প্রশাসন জানিয়েছে শুক্রবার পর্যন্ত দিঘায় হোটেল বুকিং থেকে সমুদ্রে পর্যটকদের স্নান সবকিছুতেই নিষেধাজ্ঞা জারি রয়েছে। শুক্রবারের পাশাপাশি শনিবারও দিঘা নিয়ে বাড়তি সতর্ক প্রশাসন। আবহাওয়ার উন্নতি না হলে দিঘায় পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি থাকবে শনিবারও।