Tilpara Barrage: বীরভূমবাসীর ভোগান্তি অতীত! তিলপাড়া ব্যারেজের বিকল্প কজওয়ে তৈরির কাজ শুরু, উৎসবের মরশুমেই মিলল 'উপহার'
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Tilpara Barrage: গত অগাস্টে সিউড়ির ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারাজে ফাটল ধরা পড়ে। প্রশাসন সুরক্ষার কারণে ভারী যান চলাচল বন্ধ করে দেয়। এর ফলে চালকদের সাঁইথিয়া ও পুরন্দরপুর ঘুরে যেতে হচ্ছে, যা সময় ও খরচ দুই-ই বাড়িয়েছে।
advertisement
গত অগাস্টে সিউড়ির ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারাজে ফাটল ধরা পড়ে। প্রশাসন সুরক্ষার কারণে ভারী যান চলাচল বন্ধ করে দেয়। এর ফলে চালকদের সাঁইথিয়া ও পুরন্দরপুর ঘুরে যেতে হচ্ছে, যা সময় ও খরচ দুই-ই বাড়িয়েছে। এই সমস্যার সমাধানেই বিকল্প কজওয়ে তৈরির সিদ্ধান্ত নেন ট্রাক মালিক ও পাথর ব্যবসায়ীরা।
advertisement
বুধবার নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন ট্রাক মালিক শেখ নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডল এবং তৃণমূল নেতা কাজল শাহ। এর আগে সিউড়ির এক বেসরকারি লজে 'বীরভূম ট্রাক ও ট্রিপার্স অ্যাসোসিয়েশন'-এর বৈঠকে কজওয়ে নির্মাণের দায়িত্ব তাঁদের হাতে তুলে দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পাঁচামি মাইনস ওনার্স অ্যাসোসিয়েশন, শিল্পপতি ও কয়েক শতাধিক ট্রাক মালিক।
advertisement
advertisement
advertisement