Basirhat: ইছামতীর বুকে লবণের মোকাম ছিল 'এই' শহর! ঘাঁটি গেড়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই বিস্মৃত অধ্যায়ের পাতা উলটে দেখুন
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Basirhat: ইছামতী নদীর তীর ঘেঁষে বসিরহাট আজ এক ব্যস্ত শহর। কিন্তু এই শহরের শিকড় গাঁথা আছে লবণের ইতিহাসে। একসময় বিদ্যাধরীর নোনাজল ফুটিয়ে এলাকার মানুষ নুন তৈরি করতেন। সেই থেকেই গড়ে ওঠে এই অঞ্চলের এক বিশেষ ঐতিহ্য - লবণচাষ ও লবণবাণিজ্য।
advertisement
advertisement
লেখক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতে, 'ইছামতীর তীরে বসিরহাটের শহরের পাশে আজকের বাগুন্ডি গ্রামকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লবণ ব্যবসার কেন্দ্র হিসাবে বেছে নিয়েছিল। সেখানে স্থাপিত হয়েছিল ‘সল্ট সুপারিন্টেন্ডেন্ট’ অফিস'। অর্থাৎ ব্রিটিশ শাসন আমলেই বসিরহাট আন্তর্জাতিক বাণিজ্যের মানচিত্রে স্থান পায় লবণনির্ভর অর্থনীতির মাধ্যমে।
advertisement
১৮২২ সালে বসিরহাটের ‘নিমকি দেওয়ান’ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। লবণ ব্যবসা তদারকির এই সরকারি পদে তাঁর কাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় টাকির জমিদার মুন্সি কালীনাথ রায়চৌধুরীর আতিথ্যে বাগুন্ডিতেই থাকতেন তিনি। ইতিহাস বলে, এখান থেকেই দ্বারকানাথের প্রশাসনিক জীবনের সূচনা।
advertisement
advertisement