West Medinipur News: বিহারের জেলে ফাঁসি হয় ক্ষুদিরামের! আত্মবলিদান দিবস কীভাবে পালন হয় জানেন?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
ক্ষুদিরাম বসু কেন্দ্রীয় কারাগারে সকাল থেকেই একাধিক আয়োজন, বিহারের মুজাফফরপুর জেলে রাষ্ট্রীয় মর্যাদায় ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস পালন।
advertisement
advertisement
advertisement
advertisement
"একবার বিদায় দে মা ঘুরে আসি!" বাংলায় এই গান ভোর থেকেই বাঁচতে থাকে জেল চত্বরে। নির্দিষ্ট সময়ের আগেই উপস্থিত হন প্রশাসন ও পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা। প্রথমে সেল, তারপর ফাঁসির মঞ্চে শ্রদ্ধা জানানো হয়। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, যথাযোগ্য মর্যাদায় দেশের বীর শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবস পালন করা হয়। শুধু তাই নয়, জেলে থাকা বন্দীদের শোনানো হয় ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের কাহিনী। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement