Bankura News: বাঁকুড়ায় যেন ঠিক সিনেমার দৃশ্য! জয়পুরের ঘন জঙ্গলে যা ঘটল, বিরাট সাফল্য বন দফতরের!
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Bankura News: বাঁকুড়ার বিষ্ণুপুরের জয়পুর জঙ্গল অত্যন্ত ঘন। এই জঙ্গলের ভিতরে কোথায় কী হচ্ছে তার ওপর নজরদারি চালায় বন বিভাগ।
বিষ্ণুপুর, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: শাল মহুযার জঙ্গল বাঁকুড়া। আর এই জঙ্গল গুলির মধ্যে সবচেয়ে বড় হল জয়পুর জঙ্গল। আর সেই জঙ্গলেই রয়েছে শাল গাছ। শাল কাঠের মূল্য প্রচুর। সে কারণে নজর থাকে দুষ্কৃতীদের। তবে সব সময় তৎপর থাকে বন দফতর। অতন্দ্র প্রহরীর মত আবারও জঙ্গলকে বাঁচানোর চেষ্টা চালায় বন দফতরের।
বাঁকুড়ার বিষ্ণুপুরের জয়পুর জঙ্গল অত্যন্ত ঘন। এই জঙ্গলের ভিতরে কোথায় কী হচ্ছে তার ওপর নজরদারি চালায় বন বিভাগ। রাতের অন্ধকার হোক কিংবা দিনের আলো, সবসময় চলতে থাকে নজরদারি।সেই জঙ্গল থেকে শাল কাঠ পাচারের চেষ্টা রুখে দিল বন দফতর। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জয়পুর বনরেঞ্জের গোপিনাথপুর এলাকায় রাতে অভিযান চালায় বন কর্মীরা। শাল কাঠ বোঝাই একটি ছয় চাকার লরি আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে জয়পুর ও কোতুলপুর থানার পুলিশ।
advertisement
advertisement
বন দফতর সূত্রে জানা গেছে, লরিতে থাকা শাল কাঠের বাজারমূল্য লক্ষাধিক টাকা। কাঠ পরিবহনের কোনও বৈধ নথি চালকের কাছে পাওয়া যায়নি। ফলে এটিকে কাঠ পাচারের চেষ্টাই বলে মনে করা হচ্ছে। লরি সহ কাঠ নিজেদের দখলে নেয় বনবিভাগ। তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় কোনও বড় চক্র রয়েছে কিনা।
advertisement
কাঠ কোন জায়গা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। বন দফতরের এক আধিকারিক বলেন, সময়মত তথ্য পাওয়ায় বড়সড় পাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে। তবে নজরদারির ঘাটতি নিয়ে বিশেষজ্ঞ মহলে আবারও প্রশ্ন উঠেছে। যদিও জঙ্গল প্রেমীরা কিছুটা আশ্বস্ত হয়েছেন। বন বিভাগের তৎপরতা তুষ্ট করেছে তাদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 17, 2025 5:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাঁকুড়ায় যেন ঠিক সিনেমার দৃশ্য! জয়পুরের ঘন জঙ্গলে যা ঘটল, বিরাট সাফল্য বন দফতরের!








