Jiban Krishna Saha: শিক্ষক থেকে হন বিধায়ক, পুকুরে মোবাইল ফেলার অভিযোগও তুলেছে ইডি, জানেন কে এই জীবনকৃষ্ণ?
- Published by:Ratnadeep Ray
- local18
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Recruitment case: নিয়োগ দুর্নীতির কাণ্ডে আগেই গ্রেফতার হন সিবিআই হাতে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার সিবিআইয়ের পর ইডির হাতে গ্রেফতার হতে হয়েছে জীবনকৃষ্ণ সাহাকে।
advertisement
advertisement
অন্যদিকে বড়ঞাতে রেশনের চালের ডিস্ট্রিবিউটার তাঁর বাবা বিশ্বনাথ সাহা। বর্তমানে পৈতৃক ব্যবসা দেখাশুনো করতেন তিনি। যদিও ২০১৩ সালে প্রাথমিক শিক্ষকতা ত্যাগ করে বীরভূম জেলার নানুরের দেবগ্রাম হাইস্কুলের শিক্ষকতা করেন। পরে ট্রান্সফার নিয়ে কুন্ডল হাইস্কুলে যোগদান করছিলেন ২০২১ সালে, যদিও বিধায়ক নির্বাচিত হওয়ার পরেই স্কুলে ছুটি নেন তিনি।
advertisement
advertisement
advertisement
