Jiban Krishna Saha: শিক্ষক থেকে হন বিধায়ক, পুকুরে মোবাইল ফেলার অভিযোগও তুলেছে ইডি, জানেন কে এই জীবনকৃষ্ণ?

Last Updated:
Recruitment case: নিয়োগ দুর্নীতির কাণ্ডে আগেই গ্রেফতার হন সিবিআই হাতে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার সিবিআইয়ের পর ইডির হাতে গ্রেফতার হতে হয়েছে জীবনকৃষ্ণ সাহাকে।
1/6
বড়ঞা, কৌশিক অধিকারী: নিয়োগ দুর্নীতির কাণ্ডে আগেই গ্রেফতার হন সিবিআই হাতে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার সিবিআই পর ইডির হাতে গ্রেফতার করা হয়েছে জীবনকৃষ্ণ সাহাকে। আনাদি গ্রামে তার বাড়ি থেকে টানা ছ'ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়।
বড়ঞা, কৌশিক অধিকারী: নিয়োগ দুর্নীতির কাণ্ডে আগেই গ্রেফতার হন সিবিআই হাতে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার সিবিআই পর ইডির হাতে গ্রেফতার করা হয়েছে জীবনকৃষ্ণ সাহাকে। আনাদি গ্রামে তার বাড়ি থেকে টানা ছ'ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়।
advertisement
2/6
কিন্তু কে এই জীবনকৃষ্ণ সাহা। জানা যায়, জীবনকৃষ্ণ সাহা পেশায় একজন শিক্ষক। বাবা বিশ্বনাথ সাহা, স্ত্রী টগর সাহা। প্রথমে ২০০৪ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে শুরু হয় তাঁর পথচলা। যদিও ব্যবসায়ী পরিবারের সন্তান। বাবার বিশ্বনাথ সাহার বীরভূম জেলার সাঁইথিয়াতে তেল মিল ও আলুর কোল ষ্টোরেজ আছে।
কিন্তু কে এই জীবনকৃষ্ণ সাহা। জানা যায়, জীবনকৃষ্ণ সাহা পেশায় একজন শিক্ষক। বাবা বিশ্বনাথ সাহা, স্ত্রী টগর সাহা। প্রথমে ২০০৪ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে শুরু হয় তাঁর পথচলা। যদিও ব্যবসায়ী পরিবারের সন্তান। বাবার বিশ্বনাথ সাহার বীরভূম জেলার সাঁইথিয়াতে তেল মিল ও আলুর কোল ষ্টোরেজ আছে।
advertisement
3/6
অন্যদিকে বড়ঞাতে রেশনের চালের ডিস্ট্রিবিউটার তাঁর বাবা বিশ্বনাথ সাহা। বর্তমানে পৈতৃক ব্যবসা দেখাশুনো করতেন তিনি। যদিও ২০১৩ সালে প্রাথমিক শিক্ষকতা ত্যাগ করে বীরভূম জেলার নানুরের দেবগ্রাম হাইস্কুলের শিক্ষকতা করেন। পরে ট্রান্সফার নিয়ে কুন্ডল হাইস্কুলে যোগদান করছিলেন ২০২১ সালে, যদিও বিধায়ক নির্বাচিত হওয়ার পরেই স্কুলে ছুটি নেন তিনি।
অন্যদিকে বড়ঞাতে রেশনের চালের ডিস্ট্রিবিউটার তাঁর বাবা বিশ্বনাথ সাহা। বর্তমানে পৈতৃক ব্যবসা দেখাশুনো করতেন তিনি। যদিও ২০১৩ সালে প্রাথমিক শিক্ষকতা ত্যাগ করে বীরভূম জেলার নানুরের দেবগ্রাম হাইস্কুলের শিক্ষকতা করেন। পরে ট্রান্সফার নিয়ে কুন্ডল হাইস্কুলে যোগদান করছিলেন ২০২১ সালে, যদিও বিধায়ক নির্বাচিত হওয়ার পরেই স্কুলে ছুটি নেন তিনি।
advertisement
4/6
জানা যায়, কলেজ জীবন থেকেই তৃণমূল করেন। যদিও বীরভূম জেলার ছত্রছায়া নিয়েই তৃণমূল করে আসছেন জীবন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অমিয় দাসকে ২৭৫৩ ভোটে পরাজিত করে জয়ী হন তৃণমূলের জীবনকৃষ্ণ সাহা।
জানা যায়, কলেজ জীবন থেকেই তৃণমূল করেন। যদিও বীরভূম জেলার ছত্রছায়া নিয়েই তৃণমূল করে আসছেন জীবন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অমিয় দাসকে ২৭৫৩ ভোটে পরাজিত করে জয়ী হন তৃণমূলের জীবনকৃষ্ণ সাহা।
advertisement
5/6
রঘুনাথগঞ্জের বাসিন্দা স্ত্রী টগর সাহাকে বিয়ে করে ২০১৩ সালে। স্ত্রীও প্রাথমিক স্কুলের শিক্ষক। আন্দি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন স্ত্রী। অন্য দিকে শালক নিতাই সাহা প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান করেন।
রঘুনাথগঞ্জের বাসিন্দা স্ত্রী টগর সাহাকে বিয়ে করে ২০১৩ সালে। স্ত্রীও প্রাথমিক স্কুলের শিক্ষক। আন্দি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন স্ত্রী। অন্য দিকে শালক নিতাই সাহা প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান করেন।
advertisement
6/6
জীবনকৃষ্ণের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুলেছে ইডি। আর্থিক লেনদেন নিয়ে ইডি বিভিন্ন দাবিও তুলেছে। তবে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তদন্তসাপেক্ষ, তদন্তে কী কী পায় কেন্দ্রীয় তদন্তকারী সেটাই দেখার। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
জীবনকৃষ্ণের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুলেছে ইডি। আর্থিক লেনদেন নিয়ে ইডি বিভিন্ন দাবিও তুলেছে। তবে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তদন্তসাপেক্ষ, তদন্তে কী কী পায় কেন্দ্রীয় তদন্তকারী সেটাই দেখার। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
advertisement
advertisement