Buddha Purnima 2024: ৩০০ বছরের প্রাচীন পুজো! বুদ্ধ পূর্ণিমার দিন অবাক কাণ্ড ঘটে হাওড়ার এই গ্রামে! জানুন

Last Updated:
Buddha Purnima 2024: হাওড়ার এই গ্রামের মন্দিরে বুদ্ধ পূর্ণিমার দিন বহু মানুষের ভিড় জমে! জাগ্রত এই মন্দিরে ঘটে অবাক কাণ্ড! জানুন
1/7
পুজো দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার ১০-১২ দিন আগে থেকে গ্রামে গ্রামে পুজো সংগ্রহ পর্ব চলে। ২৫-৩০ টি গ্রামের হাজার হাজার পরিবার থেকে পুজো আসে।
পুজো দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার ১০-১২ দিন আগে থেকে গ্রামে গ্রামে পুজো সংগ্রহ পর্ব চলে। ২৫-৩০ টি গ্রামের হাজার হাজার পরিবার থেকে পুজো আসে।
advertisement
2/7
সৃষ্টিকর্তা ব্রহ্মার আরাধনায় ২৫ থেকে ৩০ টি গ্রামের মানুষ! জুজারসাহা কুলডাঙ্গা বাজারে ব্রহ্মা পুজো।
সৃষ্টিকর্তা ব্রহ্মার আরাধনায় ২৫ থেকে ৩০ টি গ্রামের মানুষ! জুজারসাহা কুলডাঙ্গা বাজারে ব্রহ্মা পুজো।
advertisement
3/7
ব্রহ্মা পুজোর সূচনাকাল সঠিক জানা যায়নি। তবে এই বাজার ৩০০ - ৩৫০ বছর প্রাচীন। বাজার প্রতিষ্ঠাকাল বা তার পরবর্তী সময় থেকেই পুজোর সূচনা বলে মনে করেন ব্যবসায়ীরা।
ব্রহ্মা পুজোর সূচনাকাল সঠিক জানা যায়নি। তবে এই বাজার ৩০০ - ৩৫০ বছর প্রাচীন। বাজার প্রতিষ্ঠাকাল বা তার পরবর্তী সময় থেকেই পুজোর সূচনা বলে মনে করেন ব্যবসায়ীরা।
advertisement
4/7
প্রতিবছর বুদ্ধ পূর্ণিমার দিন পুজোর আয়োজন। পুজোর সমস্ত কিছুর দায় দায়িত্ব সামাল দেন বাজারের ছোট বড় ব্যবসায়ী। সকাল থেকে ভক্তদের ঢল নামে সৃষ্টিকর্তা ব্রহ্মার পুজো নিবেদনে।
প্রতিবছর বুদ্ধ পূর্ণিমার দিন পুজোর আয়োজন। পুজোর সমস্ত কিছুর দায় দায়িত্ব সামাল দেন বাজারের ছোট বড় ব্যবসায়ী। সকাল থেকে ভক্তদের ঢল নামে সৃষ্টিকর্তা ব্রহ্মার পুজো নিবেদনে।
advertisement
5/7
তিন শতাব্দীরও বেশি প্রাচীন এই বাজার। সেই সময় আশপাশের পাঁচটি অঞ্চল নিয়ে গঠিত ছিল এই বাজার। সেই থেকে সমস্ত গ্রামের মানুষ পুজো দিয়ে আসেন এবং এই দিন আজও।
তিন শতাব্দীরও বেশি প্রাচীন এই বাজার। সেই সময় আশপাশের পাঁচটি অঞ্চল নিয়ে গঠিত ছিল এই বাজার। সেই থেকে সমস্ত গ্রামের মানুষ পুজো দিয়ে আসেন এবং এই দিন আজও।
advertisement
6/7
ব্রহ্মা পুজো উপলক্ষে বিশাল এলাকা জুড়ে সমস্ত গ্রামে এই বুদ্ধপূর্ণিমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ঠান্ডা উপোস পালনের রীতি মেনে সৃষ্টিকর্তা ব্রহ্মার আরাধনা করে মানুষ।
ব্রহ্মা পুজো উপলক্ষে বিশাল এলাকা জুড়ে সমস্ত গ্রামে এই বুদ্ধপূর্ণিমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ঠান্ডা উপোস পালনের রীতি মেনে সৃষ্টিকর্তা ব্রহ্মার আরাধনা করে মানুষ।
advertisement
7/7
এ প্রসঙ্গে বাজার কমিটির সম্পাদক চণ্ডীচরণ সাঁধুখা জানান, এই পুজোর সূচনা কাল সঠিক জানা নেই কারও। তবে ব্যবসায়ীদের ধারণা কোনও এককালে বাজারে অগ্নি সংযোগের ঘটনা অথবা বাজার ও ব্যবসায়ীদের রক্ষা এবং উন্নতির কারণেই সৃষ্টিকর্তা ব্রম্ভার পুজোর আয়োজন হয়ে থাকে বাজারে।
এ প্রসঙ্গে বাজার কমিটির সম্পাদক চণ্ডীচরণ সাঁধুখা জানান, এই পুজোর সূচনা কাল সঠিক জানা নেই কারও। তবে ব্যবসায়ীদের ধারণা কোনও এককালে বাজারে অগ্নি সংযোগের ঘটনা অথবা বাজার ও ব্যবসায়ীদের রক্ষা এবং উন্নতির কারণেই সৃষ্টিকর্তা ব্রম্ভার পুজোর আয়োজন হয়ে থাকে বাজারে।
advertisement
advertisement
advertisement