Brother Pushes Brother In River: জন্মদিনের কেক কিনতে যাচ্ছিল, সুযোগ বুঝে সৎভাইকে নদীর মধ্যে এক রামধাক্কা, তারপর...
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Brother Pushes Brother In River: জন্মদিনে কেক কিনতে নিয়ে গিয়ে সৎ ভাইকে নৌকা থেকে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ দাদার বিরুদ্ধে
: জন্মদিনে কেক কিনতে যাওয়ার নাম করে সৎ ভাইকে নৌকা থেকে ফেলে দেওয়ার অভিযোগ, সৎ দাদার বিরুদ্ধে! নদিয়ার নবদ্বীপে ফের ঘটে গেল হাড় হিম করা ঘটনা। পাঁচ বছরের সৎ ভাইকে নৌকা থেকে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল আনুমানিক ২০ বছর বয়সী সৎ দাদার বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গতকাল রাত আনুমানিক ৯ টা নাগাদ নবদ্বীপ বড়ালঘাটে। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
জানা যায় নবদ্বীপ ব্লকের (CMCB) চর মাজদিয়া চর ব্রম্ভনগর গ্রামপঞ্চায়েতের কপালি পাড়া এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাস এর পাঁচ বছরে সন্তানকে গতকাল রাতে তাঁর স্ত্রীর প্রথম পক্ষের বড় ছেলে সুমন দত্ত (বয়স আনুমানিক ২০) কেক কিনতে নবদ্বীপে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে যায়, পাশাপাশি এও জানা যায় নৌকা যখন নবদ্বীপ বড়ালঘাটের কাছে চলে আসে তখনই অভিযুক্ত সুমন দত্ত তার পাঁচ বছরের সৎ ভাইকে নৌকা থেকে ফেলে নৌকা থেকে পালিয়ে যায়। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
স্থানীয় সুত্রে জানা যায় অভিযুক্ত সুমন দত্তের বাড়ি গুপ্তিপাড়া এলাকায়, সে শনিবার দুপুরে নবদ্বীপে জয়দেব বিশ্বাস এর বাড়িতে আসে ও তার মা বন্দনা বিশ্বাসকে জানায় তার জন্মদিন, সে ভাবে বাড়িতে শুরু হয় জন্মদিনের আয়োজন, অভিযোগ রাত আনুমানিক আটটা নাগাদ সুমন তার পাঁচ বছরের সৎ ভাইকে নিয়ে কেক কিনতে নবদ্বীপ যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়৷ Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
কিন্তু দীর্ঘ সময় বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পরে পরিবার, পাশাপাশি পরবর্তী সময়ে নৌকা থেকে বাচ্চা ফেলে দেওয়ার কথাও চাউর হয়ে পরায় পরিবারের তরফে থানায় যোগাযোগ করে ও সুমন দত্তকে বারবার ফোন করলেও নাকি সে ফোন ধরে নি, পাশাপাশি এও জানা যায় ঘটনার পর থেকে সুমন দত্তের কোনও খোঁজ মেলেনি। Photo Courtesy- Representative (AI)
advertisement