Snake : জোড়া সাপ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য! একটি ১০ ফিট, আরেকটি ৫! বন দফতরের সহায়তায় পৌঁছল জঙ্গলে
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Snake- রাজনগরে তুমুল চাঞ্চল্য! ভুরাবালির পোল্ট্রি ফার্ম থেকে ১০ ফুটের অজগর ও হিরাপুরের পাইপের ভেতর থেকে ৫ ফুটের বিশাল সাপ উদ্ধার, বনকর্মীদের তৎপরতায় নিরাপদ আশ্রয়ে পুনর্বাসন
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূম জেলার রাজনগরে একদিনে দু'টি অজগর উদ্ধার করে চাঞ্চল্য ছড়াল। ভুরাবালি ও হিরাপুর গ্রামে ঘটে এই দু'টি ঘটনা। বন দফতরের তৎপরতায় নিরাপদে উদ্ধার করা হয় বিশাল দু'ই অজগর সাপ।
advertisement
ভুরাবালি গ্রামের একটি পোল্ট্রি ফার্মের পাশে প্রায় ১০ ফুট লম্বা অজগর দেখতে পান স্থানীয়রা। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মী সনাতন মাহাতো ও বিমল মাহাতো। প্রায় আধঘণ্টার চেষ্টার পর বিশাল অজগরটিকে নিরাপদে উদ্ধার করা হয়। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
এদিনই হিরাপুর গ্রামে কৃষিজমির জল পাম্পের পাইপের ভেতরে ঢুকে পড়ে আরও একটি ৫ ফুট লম্বা অজগর। স্থানীয় কৃষকরা ভয় পেয়ে বন দফতরে খবর দেন। বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
উদ্ধার হওয়া দু'টি অজগরকেই বন দফতরের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়ে পুনর্বাসন করা হয়েছে। বনকর্মী সনাতন মাহাতো জানান, "অজগর সাধারণত মানুষের ক্ষতি করে না। বনাঞ্চল থেকে খাদ্যের সন্ধানে গ্রামে চলে আসে। উদ্ধার হওয়া সাপ দু'টিকে সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।" ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement