লিফট, Gym, ঝাঁ চকচকে অ্যাপার্টমেন্ট...! কিন্তু রাত নামলেই মুহূর্তে যা ঘটছে, অশরীরীর আতঙ্ক সিউড়ির ঝলমলে আবাসনে, ফ্ল্যাটবাড়িতে রহস্যের ছায়া!

Last Updated:
Birbhum News : বীরভূমের সিউড়ি শহরের নতুন ডাঙালপাড়ার এক আধুনিক আবাসনে রাত নামলেই ঘটছে আজব কিছু। লিফট, জিম, আলো-ঝলমলে ফ্ল্যাট, সবকিছুর মাঝেও বাসিন্দাদের দাবি, অশরীরীর দাপাদাপি চলছে সেখানে। তারপরেই যা ঘটল, অবিশ্বাস্য!
1/5
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের সিউড়ি শহরের নতুন ডাঙালপাড়ার এক আধুনিক আবাসনে রাত নামলেই ছড়িয়ে পড়ছিল ভূতের গুজব। লিফট, জিম, আলো-ঝলমলে ফ্ল্যাট, সবকিছুর মাঝেও বাসিন্দাদের দাবি, অশরীরীর দাপাদাপি চলছে সেখানে।
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের সিউড়ি শহরের নতুন ডাঙালপাড়ার এক আধুনিক আবাসনে রাত নামলেই ছড়িয়ে পড়ছিল ভূতের গুজব। লিফট, জিম, আলো-ঝলমলে ফ্ল্যাট, সবকিছুর মাঝেও বাসিন্দাদের দাবি, অশরীরীর দাপাদাপি চলছে সেখানে।
advertisement
2/5
অলৌকিক শক্তির ভয় দূর করতে সোমবার সন্ধ্যায় বাসিন্দারা আয়োজন করেন বিশেষ তান্ত্রিক যজ্ঞ। ধূপ-ধুনো, মন্ত্রপাঠ, পূজা-আর্চনার মধ্য দিয়ে চলে যজ্ঞ। অনেকের মুখে দেখা যায় স্বস্তির হাসি। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
অলৌকিক শক্তির ভয় দূর করতে সোমবার সন্ধ্যায় বাসিন্দারা আয়োজন করেন বিশেষ তান্ত্রিক যজ্ঞ। ধূপ-ধুনো, মন্ত্রপাঠ, পূজা-আর্চনার মধ্য দিয়ে চলে যজ্ঞ। অনেকের মুখে দেখা যায় স্বস্তির হাসি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
ঘটনাটি প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলেছে বিজ্ঞানমনস্ক মহল। বিজ্ঞানের যুগে এমন অবৈজ্ঞানিক আতঙ্ক ও যজ্ঞের আয়োজন কেন, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
ঘটনাটি প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলেছে বিজ্ঞানমনস্ক মহল। বিজ্ঞানের যুগে এমন অবৈজ্ঞানিক আতঙ্ক ও যজ্ঞের আয়োজন কেন, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শুভাশিস গড়াই জানান,
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শুভাশিস গড়াই জানান, "মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে ভূত-প্রেত বা অলৌকিকতার দাবি করা লজ্জাজনক। শিক্ষিত সমাজে এই ধরনের ধারণা বিজ্ঞানমনস্কতার সঙ্গে মানায় না।" প্রয়োজনে সংগঠনটি বাসিন্দাদের সঙ্গে কথা বলবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
যজ্ঞের পর অশরীরীর উপস্থিতির গুজব থেমেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আপাতত ঝকঝকে সেই আবাসনে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরতে শুরু করেছে, বাসিন্দাদের মুখেও ফুটে উঠেছে কিছুটা স্বস্তি। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
যজ্ঞের পর অশরীরীর উপস্থিতির গুজব থেমেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আপাতত ঝকঝকে সেই আবাসনে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরতে শুরু করেছে, বাসিন্দাদের মুখেও ফুটে উঠেছে কিছুটা স্বস্তি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement