Birbhum News: সদ্যোজাত ২৩টি গোখরোকে জঙ্গলে ছেড়ে দিলেন অমিত শর্মা! 

Last Updated:
 ২৩টি গোখরো সাপের বাচ্চাকে জীবন দিলেন পরিবেশপ্রেমী অমিত শর্মা, সবার কাছে পৌঁছাল প্রকৃতি রক্ষার বার্তা
1/5
বিষধর গোখরো সাপ, যার নাম শুনলেই গায়ে কাঁটা দেয়, সেই প্রাণীকে ঘিরে এবার এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকল বীরভূম। দুবরাজপুরের পরিবেশপ্রেমী অমিত শর্মা গোখরো সাপের ডিম ফুটে বেরোনো বাচ্চাদের যত্ন করে বড় করে তুলে ফিরিয়ে দিলেন প্রকৃতির কোলে।
বিষধর গোখরো সাপ, যার নাম শুনলেই গায়ে কাঁটা দেয়, সেই প্রাণীকে ঘিরে এবার এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকল বীরভূম। দুবরাজপুরের পরিবেশপ্রেমী অমিত শর্মা গোখরো সাপের ডিম ফুটে বেরোনো বাচ্চাদের যত্ন করে বড় করে তুলে ফিরিয়ে দিলেন প্রকৃতির কোলে।
advertisement
2/5
খয়রাশোলের পাঁচড়া এলাকা থেকে সম্প্রতি একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ উদ্ধার করেন অমিত বাবু। সাপটিকে তিনি নিয়ে আসেন নিজের বাড়ি দুবরাজপুরে। এক রাত নিজের কাছে রাখার পর পরদিন জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করলেও, সেই রাতেই ঘটে যায় বিস্ময়কর ঘটনা। সাপটি পাড়ে প্রায় ২৫টি ডিম।
খয়রাশোলের পাঁচড়া এলাকা থেকে সম্প্রতি একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ উদ্ধার করেন অমিত বাবু। সাপটিকে তিনি নিয়ে আসেন নিজের বাড়ি দুবরাজপুরে। এক রাত নিজের কাছে রাখার পর পরদিন জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করলেও, সেই রাতেই ঘটে যায় বিস্ময়কর ঘটনা। সাপটি পাড়ে প্রায় ২৫টি ডিম।
advertisement
3/5
সাপটিকে জঙ্গলে ছেড়ে দিলেও, ডিমগুলি ফেলে দেওয়ার কথা ভাবেননি অমিত। একেবারে নিজের সন্তানের মতো করে সেগুলিকে যত্নে রেখেছিলেন নিজের বাড়িতে। প্রাকৃতিক উষ্ণতা ও সুরক্ষা দিয়ে তিনি ডিমগুলিকে বাঁচিয়ে রাখেন, যার ফল, দিন কয়েকের মধ্যেই বেরিয়ে আসে ২৩টি সাপের বাচ্চা। বাকি দুটি ডিম নিষ্ফল হয়।
সাপটিকে জঙ্গলে ছেড়ে দিলেও, ডিমগুলি ফেলে দেওয়ার কথা ভাবেননি অমিত। একেবারে নিজের সন্তানের মতো করে সেগুলিকে যত্নে রেখেছিলেন নিজের বাড়িতে। প্রাকৃতিক উষ্ণতা ও সুরক্ষা দিয়ে তিনি ডিমগুলিকে বাঁচিয়ে রাখেন, যার ফল, দিন কয়েকের মধ্যেই বেরিয়ে আসে ২৩টি সাপের বাচ্চা। বাকি দুটি ডিম নিষ্ফল হয়।
advertisement
4/5
এদিন সকালে সেই সদ্যোজাত ২৩টি গোখরো বাচ্চাকে নিজ হাতে জঙ্গলে ছেড়ে দিলেন অমিত শর্মা। প্রাণ বাঁচানোই শুধু তাঁর লক্ষ্য নয়, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সচেতনতা তাঁর মূল বার্তা।
এদিন সকালে সেই সদ্যোজাত ২৩টি গোখরো বাচ্চাকে নিজ হাতে জঙ্গলে ছেড়ে দিলেন অমিত শর্মা। প্রাণ বাঁচানোই শুধু তাঁর লক্ষ্য নয়, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সচেতনতা তাঁর মূল বার্তা।
advertisement
5/5
অমিত বাবুর আবেদন,
অমিত বাবুর আবেদন, "সাপ দেখলেই আতঙ্কিত হবেন না। কেউ মেরে ফেলবেন না। বনদফতর অথবা আমাকে খবর দিন। আমরা সাপ উদ্ধার করে অনুকূল পরিবেশে ছেড়ে দেব। সাপ প্রকৃতির অমূল্য সম্পদ, ওদের বাঁচিয়ে রাখাই প্রকৃত পরিবেশ রক্ষার পথে প্রথম ধাপ।"
advertisement
advertisement
advertisement