Toto: টোটোর জন্য বড় নির্দেশিকা! ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার দিন শেষ, বিরাট সিদ্ধান্ত
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
পাইলট প্রজেক্ট হিসেবে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত ৬০০ টোটো গাড়িতে ইতিমধ্যেই হলুদ নম্বর প্লেট লাগানো হবে। গ্রামের টোটো আর শহরের ভেতরে প্রবেশ করতে পারবে না>
টোটো গাড়ি ব্যবহার করলেই এবার নম্বর প্লেট ব্যবহার করতে হবে, তাও আবার বাণিজ্যিক। তবেই রাস্তায় চলবে টোটো গাড়ি। বর্তমানে পাইলট প্রজেক্ট হিসেবে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত ৬০০টোটো গাড়িতে ইতি মধ্যেই হলুদ নম্বর প্লেট লাগানো হবে। গ্রামের টোটো আর শহরের ভেতরে প্রবেশ করতে পারবে না বলেই জানিয়েছে পৌরসভা।
advertisement
advertisement
অবৈধ টোটোর দৌরাত্ম্য রুখতেই মুলত উদ্যোগ গ্রহণ করে কান্দি পৌরসভা। কান্দি পৌরসভা ও কান্দি মহকুমা প্রশাসনের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় এবার শহরে টোটো নিয়ে চলাচল করতে গেলে ব্যবহার করতে হবে বানিজ্যিক নম্বর প্লেট। আর সেই কারণেই কান্দি পৌরসভার তত্ত্বাবধানে টোটো গাড়িতে লাগানো হচ্ছে এই বাণিজ্যিক নম্বর প্লেট।
advertisement
advertisement
advertisement