৫১ সতী পীঠের অন্যতম ঐতিহ্যবাহী বর্গভীমা মন্দির, এবার মায়ের ভোগ পেল বিশেষ স্বীকৃতি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রতিদিন ভোগশালায় ভোগ গ্রহণের শেষে স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার করা হয়।
খুশি তমলুকের মা বর্গভীমার মন্দির কর্তৃপক্ষ।, ভোগের ভালো খবরে খুশি পুর্নার্থীরাও। ৫১ সতী পীঠের অন্যতম ঐতিহ্যবাহী বর্গভীমা মন্দিরের ভোগকে স্বাস্থ্যসম্মত খাবারের স্বীকৃতি দেওয়ায় খুশি সকলেই। স্বীকৃতি দিয়েছে রাজ্য খাদ্য সুরক্ষা দফতর। প্রতিদিন নিয়মিত বর্গভীমা দেবীর দুবেলা অন্ন ভোগ নিবেদন হলেও সাধারণ পুন্যার্থীদের জন্য দুপুরেই অন্ন ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে। প্রতিদিনই শয়ে শয়ে মানুষ এই অন্য ভোগ গ্রহণ করেন।
advertisement
এছাড়াও বিশেষ বিশেষ তিথিতে এই সংখ্যাটা কয়েক গুণ বেড়ে যায়। সেই অন্নপ্রসাদ কতটা স্বাস্থ্যসম্মত তা খতিয়ে দেখতে কয়েক মাস আগে খাদ্য সুরক্ষা দফতরের প্রতিনিধিরা মন্দিরে এসে খতিয়ে দেখেন। এরপরই তাঁরা মন্দির কর্তৃপক্ষকে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য শংসাপত্র তুলে দেন। যা ঘিরে খুশি মন্দির কর্তৃপক্ষ থেকে পুজো দিতে আসা পুণ্যার্থীরাও। আসলে প্রায়ই রাজ্যে ভোগ প্রসাদ খেয়ে অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement
advertisement