Best Indoor Plant: বাহার শুধু পাতায় নয়, কাজেও সুপারহিট এই ইনডোর প্ল্যান্ট! অবশ্যই ঘরে রাখুন

Last Updated:
Best Indoor Plant: বায়ুশোধক গাছ হিসেবেও এর উপকারিতা আছে। খুব কম যত্নেই সুন্দর ভাবে বেড়ে ওঠে এ গাছ।
1/7
ব্যালকনি ছাড়াও ঘরের যে কোনও জায়গায় ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখা যেতে পারে এই গাছ। বিভিন্ন সাইজের হয়ে থাকে এই পাতা। (রিপোর্টার-- সুস্মিতা গোস্বামী)
ব্যালকনি ছাড়াও ঘরের যে কোনও জায়গায় ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখা যেতে পারে এই গাছ। বিভিন্ন সাইজের হয়ে থাকে এই পাতা। (রিপোর্টার-- সুস্মিতা গোস্বামী)
advertisement
2/7
পাতার বর্ডার লাইনের লাল, হলুদ, গোলাপি রঙের মাঝ বরাবর সবুজ ছিটে থাকে।
পাতার বর্ডার লাইনের লাল, হলুদ, গোলাপি রঙের মাঝ বরাবর সবুজ ছিটে থাকে।
advertisement
3/7
তবে বাড়ির ভিতর পাতাবাহার রাখতে গেলে তাতে পর্যান্ত রোদ ও জল দরকার। আর তাতেই ফিরবে এই গাছের জৌলুস। পর্যাপ্ত রোদ ও ছায়া দুটোই দরকার এই গাছের।
তবে বাড়ির ভিতর পাতাবাহার রাখতে গেলে তাতে পর্যান্ত রোদ ও জল দরকার। আর তাতেই ফিরবে এই গাছের জৌলুস। পর্যাপ্ত রোদ ও ছায়া দুটোই দরকার এই গাছের।
advertisement
4/7
রোজ জল না দিতে পারলেও, হাত দিয়ে মাটি টিপে তার পরিস্থিতি বুঝে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই গাছের মাটি যেন একেবারে কাদা কাদা না থাকে। মূলত মাটি ঝরঝরে থাকাই শ্রেয়।
রোজ জল না দিতে পারলেও, হাত দিয়ে মাটি টিপে তার পরিস্থিতি বুঝে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই গাছের মাটি যেন একেবারে কাদা কাদা না থাকে। মূলত মাটি ঝরঝরে থাকাই শ্রেয়।
advertisement
5/7
ঘরের ভেতরে ক্ষতিকর দূষণ থেকে বাঁচতে ইনডোর প্ল্যান্ট বা ঘরোয়া গাছ আমাদের বন্ধু হতে পারে। এগুলো যে কেবল ঘর সাজানোর কাজে লাগে তাই নয়, ঘরের ভিতরের বাতাসকে শুদ্ধ রাখতেও ইনডোর গাছ দারুণ কাজে দেয়।
ঘরের ভেতরে ক্ষতিকর দূষণ থেকে বাঁচতে ইনডোর প্ল্যান্ট বা ঘরোয়া গাছ আমাদের বন্ধু হতে পারে। এগুলো যে কেবল ঘর সাজানোর কাজে লাগে তাই নয়, ঘরের ভিতরের বাতাসকে শুদ্ধ রাখতেও ইনডোর গাছ দারুণ কাজে দেয়।
advertisement
6/7
টবে এ গাছ লাগাতে চাইলে মাটি তৈরির সময় পরিমাণ মতো জৈব সার মেশাতে হবে। এই গাছের জন্য রাসায়নিক সারের কোনও প্রয়োজন নেই।
টবে এ গাছ লাগাতে চাইলে মাটি তৈরির সময় পরিমাণ মতো জৈব সার মেশাতে হবে। এই গাছের জন্য রাসায়নিক সারের কোনও প্রয়োজন নেই।
advertisement
7/7
মাসে একবার হালকা জৈব সার দেওয়া যেতে পারে। এছাড়াও মাঝে মধ্যে পাতাবাহার গাছের মাটি বদলে দেওয়া উচিত। (রিপোর্টার-- সুস্মিতা গোস্বামী)
মাসে একবার হালকা জৈব সার দেওয়া যেতে পারে। এছাড়াও মাঝে মধ্যে পাতাবাহার গাছের মাটি বদলে দেওয়া উচিত। (রিপোর্টার-- সুস্মিতা গোস্বামী)
advertisement
advertisement
advertisement