Basirhat: বসিরহাটের মুকুটে জুড়ল বিরাট পালক...! কী সম্মান পেল জানেন? স্থানীয়রা সকলেই মহাখুশি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Basirhat: পুর-প্রশাসন ইতিমধ্যেই ঘোষণা করেছে, আগামী দিনে আরও আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি ভেজা-শুকনো আবর্জনা পৃথকীকরণ এবং পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের ব্যবহারকে আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
*কেন্দ্রীয় সরকারের আবাসন ও নগরোন্নয়ন দফতরের উদ্যোগে চালু হওয়া স্বচ্ছ মিশন ২.০-এর অধীনে সম্প্রতি রাজ্যজুড়ে এক বিশেষ সমীক্ষা পরিচালিত হয়। এই সমীক্ষায় প্রতিটি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও নাগরিক অংশগ্রহণের মান যাচাই করা হয়। সেই রিপোর্টে বসিরহাট পৌরসভা রাজ্যের মধ্যে বিশেষ সাফল্য অর্জন করে।
advertisement
advertisement
advertisement
*পৌর প্রশাসন ইতিমধ্যেই ঘোষণা করেছে, আগামী দিনে আরও আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি ভেজা-শুকনো আবর্জনা পৃথকীকরণ এবং পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের ব্যবহারকে আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ফলে পরিচ্ছন্নতার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিরও নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
advertisement