বৃষ্টিতে জলে ডুবে বসিরহাট, সবজি থেকে মাছের আকাশছোঁয়া দামে মাথায় হাত মধ্যবিত্তের
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
সবজি অমিলের কারণে বাজারে লাগামছাড়া দাম। ঢ্যাঁড়স ও শশা ৬০ টাকা কেজি, উচ্ছে ৭০ টাকা, ঝিঙ্গে ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা পিস, ফুলকপি ৬০ টাকা পিস, টমেটো ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
লাগাতার বৃষ্টিতে সবজি গাছ নষ্টবসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টির ফলে সবজি চাষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সাতটি ব্লক—স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট ১ ও ২ নম্বর, হাসনাবাদ, মিনাখাঁ ও হাড়োয়া—পুরোপুরি জলের তলায় চলে যাওয়ায় গাছের গোড়ায় জল জমে মরতে বসেছে সবজি গাছ। এর ফলে মাঠ থেকে ফসল বাজারে আনা সম্ভব হচ্ছে না।
advertisement
advertisement
সবজি অমিলের কারণে বাজারে লাগামছাড়া দাম। ঢ্যাঁড়স ও শশা ৬০ টাকা কেজি, উচ্ছে ৭০ টাকা, ঝিঙ্গে ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা পিস, ফুলকপি ৬০ টাকা পিস, টমেটো ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে সবজি আগে ৩০–৪০ টাকায় মিলত, তার দাম এখন দ্বিগুণ হয়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
advertisement
advertisement
advertisement
সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে গিয়ে ৫০০ টাকা খরচ করলেও অল্প কিছু সবজি ও মাছ কেনা যাচ্ছে। এক ক্রেতা বলেন, “যেখানে আগে ৫০০ টাকায় ভালো করে বাজার হতো, এখন সেখানে ছোট একটি ব্যাগও ভর্তি হচ্ছে না।” ফলে বাজারের এই দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রেতা, বিক্রেতা ও উৎপাদনকারীদের সমানভাবে বিপদের মুখে ঠেলে দিয়েছে।