Baro Maa Naihati: কালীপুজোর আগে বড়মার নামে মাইক্রো আর্ট তৈরি করে তাক লাগাল আসানসোলের ছেলে অভিষেক
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
Boro Maa Naihati: কয়েক মাস আগে স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে টুথপিকের উপরে ০. ৫ সেন্টিমিটার জাতীয় পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল জেলাবাসিকে যা দেখতে তাঁর বাড়িতে এলাকার মানুষজন হুড়োহুড়ি পরে গিয়েছিল।
advertisement
advertisement
advertisement
অভিষেক মোদক। বাড়ি আসানসোল মহকুমার বরাকর এলাকায়। অভিষেক পড়াশোনার পাশাপাশি মাইক্রো আর্ট আর বিভিন্ন জিনিস ফুটিয়ে তোলার নেশা রয়েছে। বাবার একটি ছোট্ট ধাবার খাবারের দোকান রয়েছে, সেই খাবারের দোকানে বাবাকে সহযোগিতাও করে চলে অভিষেক। এর পাশাপাশি তার ভালোবাসার একটি আর্ট হচ্ছে মাইক্রো আর্ট। যেটি ২০২০ সাল থেকে সে করে চলেছে। তখন থেকেই মিলেছে একে একে সাফল্য।(ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড তার নাম আসে। তাঁরপর থেকেই বাহারি জিনিস তৈরি করার আদম্য যেত জন্মেছে অভিষেক এর মধ্যে । অভিষেক জানিয়েছে “ সামনেই যেহেতু দীপাবলি তাই দীপাবলিতে বড়মাকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে তার এই আর্ট। আগামিতে আরও ভাল কিছু তৈরি করে গ্রিনিস বুক অফ রেকর্ড তোলার ইচ্ছা রয়েছে”।(ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
সামনেই দীপান্বিতা অমাবস্যা কালীপুজো। এই দীপান্বিতা অমাবস্যায় চারিদিক আলোর রোশনায় সেজে ওঠে। কোথাও থিমের পুজো, কোথাও আবার মন্দিরের পুজোর জাঁকজমক দেখা যায়। এবার কালীপুজোর ঠিক আগেই পেন্সিলের মধ্যে বড়মা এর নাম ও খর্গ মাইক্রো আর্ট তৈরি করে তাক লাগিয়ে দিল আসানসোলের বরাকর এর ছেলে অভিষেক মোদক। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)