Bankura News: মৌমাছিদের সঙ্গে সংসার! সহ্য করেন ৫০০ মৌমাছির কামড়, বাঁকুড়ার বিম্যান-কে চেনেন?

Last Updated:
Bankura News: বাঁকুড়ার 'বি ম্যান' অর্থাৎ মৌমাছি মানব! বছরের পর বছর ধরে অবাক করে আসছেন সবাইকে
1/6
মৌমাছিকে ভয় পায় জঙ্গলের রাজা সিংহ। মৌমাছির তাণ্ডব দৌড়ে পালায় হাতি। তবে ভয় পান না বাঁকুড়ার সুখ মহম্মদ ওরফে মৌমাছি মানব।
মৌমাছিকে ভয় পায় জঙ্গলের রাজা সিংহ। মৌমাছির তাণ্ডব দৌড়ে পালায় হাতি। তবে ভয় পান না বাঁকুড়ার সুখ মহম্মদ ওরফে মৌমাছি মানব।
advertisement
2/6
উল্টে মালার মত করে মৌচাকে ঢুকিয়ে দেন মাথা। এ যেন তাঁর কাছে একটা খেলা। মৌমাছির কামড়ে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায় সাধারণ মানুষের। তবে কিছুই হয়না সুখ মহম্মদের।
উল্টে মালার মত করে মৌচাকে ঢুকিয়ে দেন মাথা। এ যেন তাঁর কাছে একটা খেলা। মৌমাছির কামড়ে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায় সাধারণ মানুষের। তবে কিছুই হয়না সুখ মহম্মদের।
advertisement
3/6
সুখ মহম্মদ জানান,
সুখ মহম্মদ জানান, "দীর্ঘ দিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত থেকে এতটা আত্মবিশ্বাস এসেছে। আমি ৪০০ থেকে ৫০০ মৌমাছির কামড় সহ্য করতে পারি।"
advertisement
4/6
খেলার মত মনে হলেও যদি প্রায় ৫০ মৌমাছির কামড় খান মৌমাছি মানব তাহলেও মৌমাছি নয় যেন মশা। নির্দ্বিধায় এক একটি হুল ছাড়িয়ে ফেলে দিতে থাকেন তিনি।
খেলার মত মনে হলেও যদি প্রায় ৫০ মৌমাছির কামড় খান মৌমাছি মানব। মৌমাছি নয় যেন মশা। নির্দ্বিধায় এক একটি হুল ছাড়িয়ে ফেলে দিতে থাকেন তিনি।
advertisement
5/6
বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রামের বাসিন্দা সুখ মহম্মদ এক দশকের বেশি সময় ধরে ভেঙে আসছেন মৌমাছির চাক। বাঁকুড়া ছাড়াও গোটা রাজ্যে তিনি ‘বিম্যান’ নামেই পরিচিত।
বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রামের বাসিন্দা সুখ মহম্মদ এক দশকের বেশি সময় ধরে ভেঙে আসছেন মৌমাছির চাক। বাঁকুড়া ছাড়াও গোটা রাজ্যে তিনি ‘বিম্যান’ নামেই পরিচিত।
advertisement
6/6
মৌমাছির ভূমিকা অপরিসীম এবং মৌমাছির কারণেই হতে পারে কৃষির উন্নয়ন, বললেন বাঁকুড়ার সুখ মহম্মদ। এছাড়াও বাঁকুড়ার মধুর গুনগত মান এবং ঘনত্ব সবচেয়ে উৎকৃষ্ট বলেই জানিয়েছেন তিনি।
মৌমাছির ভূমিকা অপরিসীম এবং মৌমাছির কারণেই হতে পারে কৃষির উন্নয়ন, বললেন বাঁকুড়ার সুখ মহম্মদ। এছাড়াও বাঁকুড়ার মধুর গুনগত মান এবং ঘনত্ব সবচেয়ে উৎকৃষ্ট বলেই জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement