Bankura News: বাঁকুড়ার মেয়েদের এই স্কুলের দেওয়ালেই রয়েছে যত রহস্য! স্কুলে যেতেই শিখে যায় কতকিছু

Last Updated:
Bankura News: বাঁকুড়ার মেয়েদের এই স্কুলের দেওয়ালেই লুকিয়ে রয়েছে সব রহস্য, স্কুলে যেতেই কতকিছু শিখে ফেলে মেয়েরা
1/6
বাঁকুড়ার নামো আঁচুড়ি স্বস্তিক স্মৃতি গার্লস হাই স্কুল। সাদামাটা মেয়েদের একটি বিদ্যালয়। কিন্তু বিদ্যালয়ে প্রবেশ করলে দেখতে পাবেন প্রতিটি দেওয়াল বলছে একটি নতুন শিক্ষার গল্প।
বাঁকুড়ার নামো আঁচুড়ি স্বস্তিক স্মৃতি গার্লস হাই স্কুল। সাদামাটা মেয়েদের একটি বিদ্যালয়। কিন্তু বিদ্যালয়ে প্রবেশ করলে দেখতে পাবেন প্রতিটি দেওয়াল বলছে একটি নতুন শিক্ষার গল্প।
advertisement
2/6
দেওয়ালে ফুটে উঠেছে খারাপ স্পর্শের গল্প। কোনটি ভালো স্পর্শ এবং কোনটি খারাপ স্পর্শ সেই সম্বন্ধে বারবার সচেতনতা তৈরি করতে সচেষ্ট হয় এই বিদ্যালয়।
দেওয়ালে ফুটে উঠেছে খারাপ স্পর্শের গল্প। কোনটি ভাল স্পর্শ এবং কোনটি খারাপ স্পর্শ সেই সম্বন্ধে বারবার সচেতনতা তৈরি করতে সচেষ্ট হয় এই বিদ্যালয়।
advertisement
3/6
বিদ্যালয়ের সিঁড়িতে লেখা রয়েছে অংকের ফর্মুলা। বর্ষাতে সিঁড়ি দিয়ে জল পরলেও মুছে যায়নি অংকের উন্মাদনা। খেলতে খেলতেই শিখে যাচ্ছে অংক।
বিদ্যালয়ের সিঁড়িতে লেখা রয়েছে অংকের ফর্মুলা। বর্ষাতে সিঁড়ি দিয়ে জল পড়লেও মুছে যায়নি অংকের উন্মাদনা। খেলতে খেলতেই শিখে যাচ্ছে অংক।
advertisement
4/6
আইনগতভাবে পরিপক্ক বয়েস হওয়ার আগেই বাল্যবিবাহ যেন এক সামাজিক ব্যাধি! এই ব্যাধিকে রুখতে বারবার এগিয়ে এসেছে বাঁকুড়ার এই গার্লস স্কুল।
আইনগতভাবে পরিপক্ক বয়স হওয়ার আগেই বাল্যবিবাহ যেন এক সামাজিক ব্যাধি। এই ব্যাধিকে রুখতে বারবার এগিয়ে এসেছে বাঁকুড়ার এই গার্লস স্কুল।
advertisement
5/6
ঘড়ির মাধ্যমে ফুটে উঠেছে শরীর চর্চা এবং যোগ অভ্যাস করার ছবি। বিদ্যালয়ের শিক্ষিকা নন্দিতা সরকার বলেন,
ঘড়ির মাধ্যমে ফুটে উঠেছে শরীরচর্চা এবং যোগ অভ্যাস করার ছবি। বিদ্যালয়ের শিক্ষিকা নন্দিতা সরকার বলেন, "বিদ্যালয়ের প্রতিটি ছাত্রীর সৃজনশীল মনোভাব তৈরি করতে অভ্যস্ত হচ্ছে"।
advertisement
6/6
বিদ্যালয়ের ওপর ভর করেই একটি মেয়ের বেড়ে ওঠে দ্রুত গতিতে। এবং তার আগে প্রয়োজন পর্যাপ্ত সচেতনতা এবং স্পষ্টতা, যা করে দেখাচ্ছে বাঁকুড়ার প্রত্যন্ত মেয়েদের বিদ্যালয় নাম আঁচুড়ি স্বস্তিক স্মৃতি গার্লস হাই স্কুল।
বিদ্যালয়ের ওপর ভর করেই একটি মেয়ের বেড়ে ওঠে দ্রুত গতিতে এবং তার আগে প্রয়োজন পর্যাপ্ত সচেতনতা এবং স্পষ্টতা, যা করে দেখাচ্ছে বাঁকুড়ার প্রত্যন্ত মেয়েদের বিদ্যালয় নাম আঁচুড়ি স্বস্তিক স্মৃতি গার্লস হাইস্কুল।
advertisement
advertisement
advertisement