Bangla News| Elephant Attack: ধানি জমিতে দাপিয়ে বেড়াচ্ছে পাল পাল হাতি! দেখেই চক্ষুচড়কগাছ বাসিন্দাদের...

Last Updated:
Bangla News: Elephant Attack: হাতিগুলি যাতে লোকালয়ে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিত করতে নিয়ে আসা হয়েছে হুলা পার্টি।
1/7
একটি-দুটি নয়, এক পাল হাতি দাপিয়ে বেড়াচ্ছে পাকা ধানের জমিতে। বৃহস্পতিবার সকালে এই দৃশ্য দেখেই চোখ কপালে ওঠে স্থানীয় বাসিন্দাদের। এলাকায় হাতির দলের আসার খবর ছড়িয়ে পড়তেই দলে দলে উৎসাহী বাসিন্দা হাতির দল দেখতে ভিড় করে। রাতারাতি এলাকায় হাতির দল ঢোকার ঘটনা এখন পূর্ব বর্ধমানের গলসিতে রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে।
একটি-দুটি নয়, এক পাল হাতি দাপিয়ে বেড়াচ্ছে পাকা ধানের জমিতে। বৃহস্পতিবার সকালে এই দৃশ্য দেখেই চোখ কপালে ওঠে স্থানীয় বাসিন্দাদের। এলাকায় হাতির দলের আসার খবর ছড়িয়ে পড়তেই দলে দলে উৎসাহী বাসিন্দা হাতির দল দেখতে ভিড় করে। রাতারাতি এলাকায় হাতির দল ঢোকার ঘটনা এখন পূর্ব বর্ধমানের গলসিতে রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে।
advertisement
2/7
হাতির দলকে সরিয়ে কী ভাবে ধান আদায় করা যাবে তা বিশেষ চিন্তার ব্যাপার হয়ে উঠেছে কৃষকদের কাছে। তবে হাতিগুলোকে ধান জমিতে দেখা গেলেও তারা এখনও লোকালয়ে সেভাবে হামলা চালায়নি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
হাতির দলকে সরিয়ে কী ভাবে ধান আদায় করা যাবে তা বিশেষ চিন্তার ব্যাপার হয়ে উঠেছে কৃষকদের কাছে। তবে হাতিগুলোকে ধান জমিতে দেখা গেলেও তারা এখনও লোকালয়ে সেভাবে হামলা চালায়নি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
advertisement
3/7
গলসি ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকার ধান জমিতে দাপিয়ে বেড়াচ্ছে ৪০ টিরও বেশি হাতি। সকালে কৃষিকাজ করতে মাঠে গিয়ে হাতির দল দেখে আঁতকে ওঠেন বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরে। এলাকায় পৌঁছেছেন বন দফতরের আধিকারিকরা। ভিড় সামলানোর কাজে ব্যস্ত পুলিশ।
গলসি ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকার ধান জমিতে দাপিয়ে বেড়াচ্ছে ৪০ টিরও বেশি হাতি। সকালে কৃষিকাজ করতে মাঠে গিয়ে হাতির দল দেখে আঁতকে ওঠেন বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরে। এলাকায় পৌঁছেছেন বন দফতরের আধিকারিকরা। ভিড় সামলানোর কাজে ব্যস্ত পুলিশ।
advertisement
4/7
হাতিগুলি যাতে লোকালয়ে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিত করতে নিয়ে আসা হয়েছে হুলা পার্টি।সকালে হাতিগুলি ছিল গলসির শেষ সীমানায়। উচ্চগ্রাম হয়ে হয়ে হাতিগুলি আউশগ্রামের দিকে যাচ্ছে। বন দফতর আধিকারিকরা জানিয়েছেন, পূর্ণবয়স্ক পুরুষ মহিলা হাতির সঙ্গে ৪-৫ টি বাচ্ছা হাতিও রয়েছে।
হাতিগুলি যাতে লোকালয়ে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিত করতে নিয়ে আসা হয়েছে হুলা পার্টি।সকালে হাতিগুলি ছিল গলসির শেষ সীমানায়। উচ্চগ্রাম হয়ে হয়ে হাতিগুলি আউশগ্রামের দিকে যাচ্ছে। বন দফতর আধিকারিকরা জানিয়েছেন, পূর্ণবয়স্ক পুরুষ মহিলা হাতির সঙ্গে ৪-৫ টি বাচ্ছা হাতিও রয়েছে।
advertisement
5/7
হাতিগুলি যাতে লোকালয়ে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিত করতে নিয়ে আসা হয়েছে হুলা পার্টি।সকালে হাতিগুলি ছিল গলসির শেষ সীমানায়। উচ্চগ্রাম হয়ে হয়ে হাতিগুলি আউশগ্রামের দিকে যাচ্ছে। বন দফতর আধিকারিকরা জানিয়েছেন, পূর্ণবয়স্ক পুরুষ মহিলা হাতির সঙ্গে ৪-৫ টি বাচ্ছা হাতিও রয়েছে।
হাতিগুলি যাতে লোকালয়ে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিত করতে নিয়ে আসা হয়েছে হুলা পার্টি।সকালে হাতিগুলি ছিল গলসির শেষ সীমানায়। উচ্চগ্রাম হয়ে হয়ে হাতিগুলি আউশগ্রামের দিকে যাচ্ছে। বন দফতর আধিকারিকরা জানিয়েছেন, পূর্ণবয়স্ক পুরুষ মহিলা হাতির সঙ্গে ৪-৫ টি বাচ্ছা হাতিও রয়েছে।
advertisement
6/7
এই পথে হাতির দল আসা নতুন ঘটনা নয়। প্রতি বছরই খাবারের খোঁজে দলমা পাহাড় থেকে নেমে আসে হাতির দল। তবে এত বড় হাতির দল অনেক দিন পর এই এলাকায় এল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
এই পথে হাতির দল আসা নতুন ঘটনা নয়। প্রতি বছরই খাবারের খোঁজে দলমা পাহাড় থেকে নেমে আসে হাতির দল। তবে এত বড় হাতির দল অনেক দিন পর এই এলাকায় এল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
7/7
বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন,হাতিগুলোর গতিবিধি এখন আউশগ্রামের দিকে। লোকালয়ে এড়িয়ে তারা যাতে আউশগ্রামের জঙ্গলের ঢুকে পরে সেই চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাদের দামোদর পার করিয়ে বাঁকুড়া জেলায় পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। সেজন্য হুলা পার্টি এমন কুনকি হাতির সাহায্য নেওয়া হতে পারে। আপাতত ফসলের ক্ষতি আটকানোর পাশাপাশি যাতে হাতির হামলায় বাসিন্দাদের প্রাণহানি না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন,হাতিগুলোর গতিবিধি এখন আউশগ্রামের দিকে। লোকালয়ে এড়িয়ে তারা যাতে আউশগ্রামের জঙ্গলের ঢুকে পরে সেই চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাদের দামোদর পার করিয়ে বাঁকুড়া জেলায় পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। সেজন্য হুলা পার্টি এমন কুনকি হাতির সাহায্য নেওয়া হতে পারে। আপাতত ফসলের ক্ষতি আটকানোর পাশাপাশি যাতে হাতির হামলায় বাসিন্দাদের প্রাণহানি না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
advertisement
advertisement
advertisement