টানা বৃষ্টিতে তছনছ বাঁশের সাঁকো! ঘটনাস্থল পরিদর্শন করল ব্লক প্রশাসন 

Last Updated:
হাসপাতালে নিয়ে যেতে না পেরে বাড়িতেই মৃত্যু যুবকের, খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শন করে সেতু নির্মাণের আশ্বাস ব্লক প্রশাসনের। 
1/7
বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: টানা বৃষ্টিতে ভেঙেছে বাঁশের সাঁকো, হাসপাতালে নিয়ে যেতে না পেরে বাড়িতেই মৃত্যু যুবকের, খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শন করে পাকা সেতু নির্মাণের আশ্বাস ব্লক প্রশাসনের। বিনপুর দু'নম্বর ব্লকের বিডিও সুমন ঘোষ বলেন গতকালই প্রতিনিধি পাঠিয়েছিলাম, ওখানে খুব তাড়াতাড়ি ব্রিজ নির্মাণ হবে।
বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: টানা বৃষ্টিতে ভেঙেছে বাঁশের সাঁকো, হাসপাতালে নিয়ে যেতে না পেরে বাড়িতেই মৃত্যু যুবকের, খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শন করে পাকা সেতু নির্মাণের আশ্বাস ব্লক প্রশাসনের। বিনপুর দু'নম্বর ব্লকের বিডিও সুমন ঘোষ বলেন গতকালই প্রতিনিধি পাঠিয়েছিলাম ওখানে খুব তাড়াতাড়ি ব্রিজ নির্মাণ হবে।
advertisement
2/7
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামে যাবার জন্য বাঁশের সেতু পার হতে হয়, অতিরিক্ত বৃষ্টিতে সেটি ভেসে যাওয়ায় বিপদে পড়ে গ্রামবাসী। খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয় ব্লক প্রশাসন, ইতিমধ্যেই ডাব্লিউ বি এস আরডি এ জুনিয়র ইঞ্জিনিয়ার ঘটনার স্থল পরিদর্শন করেন। ব্রীজটির ব্যাপারে গ্রামবাসীদেরকে আশ্বস্ত করা হয়। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামে যাবার জন্য বাঁশের সেতু পার হতে হয়, অতিরিক্ত বৃষ্টিতে সেটি ভেসে যাওয়ায় বিপদে পড়ে গ্রামবাসী। খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয় ব্লক প্রশাসন, ইতিমধ্যেই ডাব্লিউ বি এস আরডি এ জুনিয়র ইঞ্জিনিয়ার ঘটনার স্থল পরিদর্শন করেন। ব্রীজটির ব্যাপারে গ্রামবাসীদেরকে আশ্বস্ত করা হয়। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
3/7
খবর পাওয়ার পর সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিনপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার। তিনি বলেন জায়গাটির মাফযোগ আগেই করা হয়েছে। জায়গাটির অনেক বড় হওয়ার জন্য জেলা পরিষদ থেকে এটির স্কিম করার চিন্তা ভাবনা করা হয়। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
খবর পাওয়ার পর সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিনপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার। তিনি বলেন জায়গাটির মাফযোগ আগেই করা হয়েছে। জায়গাটির অনেক বড় হওয়ার জন্য জেলা পরিষদ থেকে এটির স্কিম করার চিন্তা ভাবনা করা হয়। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
4/7
বিনপুর দুই নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি চিন্ময় মাহাত বলেন আমরা পরিবারটির পাশে রয়েছি। আমরা সর্বতোভাবে তাদের সাহায্য করব। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
বিনপুর দুই নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি চিন্ময় মাহাত বলেন আমরা পরিবারটির পাশে রয়েছি। আমরা সর্বতোভাবে তাদের সাহায্য করব।  (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
5/7
সন্দাপাড়া পঞ্চায়েতের ডড়রা গ্রামে প্রায় ৪০টি শবর পরিবারের বাস।। গ্রামের ওই খালে বছরের অন্য সময়ে তেমন জল থাকে না, হেঁটে পারাপার করা যায়। কিন্তু বর্ষায় তা সম্ভব হয় না। সে জন্য গ্রামবাসীরাই একটি বাঁশের সাঁকো তৈরি করেছিলেন। কিন্তু শনিবার সকালে জলের তোড়ে ভেঙেছে বাঁশের সাঁকো। যাতায়াত করতে হয় খাল পেরিয়ে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
সন্দাপাড়া পঞ্চায়েতের ডড়রা গ্রামে প্রায় ৪০টি শবর পরিবারের বাস।। গ্রামের ওই খালে বছরের অন্য সময়ে তেমন জল থাকে না, হেঁটে পারাপার করা যায়। কিন্তু বর্ষায় তা সম্ভব হয় না। সে জন্য গ্রামবাসীরাই একটি বাঁশের সাঁকো তৈরি করেছিলেন। কিন্তু শনিবার সকালে জলের তোড়ে ভেঙেছে বাঁশের সাঁকো। যাতায়াত করতে হয় খাল পেরিয়ে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
6/7
শুক্রবার রাতের বেলা অসুস্থ হয়ে পড়ে বেলপাহাড়ির সন্দাপড়ার গ্রাম পঞ্চায়েতের ডড়রা গ্ৰামের বাসিন্দা সুনীল শবরের। গ্রামবাসীদের অভিযোগ অন্ধকারের জন্য তাকে নিকটবর্তী খাল পার করিয়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা সম্ভব হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
শুক্রবার রাতের বেলা অসুস্থ হয়ে পড়ে বেলপাহাড়ির সন্দাপড়ার গ্রাম পঞ্চায়েতের ডড়রা গ্ৰামের বাসিন্দা সুনীল শবরের। গ্রামবাসীদের অভিযোগ অন্ধকারের জন্য তাকে নিকটবর্তী খাল পার করিয়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা সম্ভব হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
7/7
ওই গ্রামের বাসিন্দারা বেলপাহাড়ি সদরের সাথে প্রাণের ঝুঁকি নিয়ে এক কোমর জল দিয়ে যাতায়াত করতে এখানকার অধিবাসীদের। কবে মিটবে সমস্যা তার আশায় প্রহর গুনছেন এখানকার বাসিন্দারা। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
ওই গ্রামের বাসিন্দারা বেলপাহাড়ি সদরের সাথে প্রাণের ঝুঁকি নিয়ে এক কোমর জল দিয়ে যাতায়াত করতে এখানকার অধিবাসীদের। কবে মিটবে সমস্যা তার আশায় প্রহর গুনছেন এখানকার বাসিন্দারা। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
advertisement
advertisement