টানা বৃষ্টিতে তছনছ বাঁশের সাঁকো! ঘটনাস্থল পরিদর্শন করল ব্লক প্রশাসন
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
হাসপাতালে নিয়ে যেতে না পেরে বাড়িতেই মৃত্যু যুবকের, খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শন করে সেতু নির্মাণের আশ্বাস ব্লক প্রশাসনের।
বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: টানা বৃষ্টিতে ভেঙেছে বাঁশের সাঁকো, হাসপাতালে নিয়ে যেতে না পেরে বাড়িতেই মৃত্যু যুবকের, খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শন করে পাকা সেতু নির্মাণের আশ্বাস ব্লক প্রশাসনের। বিনপুর দু'নম্বর ব্লকের বিডিও সুমন ঘোষ বলেন গতকালই প্রতিনিধি পাঠিয়েছিলাম ওখানে খুব তাড়াতাড়ি ব্রিজ নির্মাণ হবে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামে যাবার জন্য বাঁশের সেতু পার হতে হয়, অতিরিক্ত বৃষ্টিতে সেটি ভেসে যাওয়ায় বিপদে পড়ে গ্রামবাসী। খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয় ব্লক প্রশাসন, ইতিমধ্যেই ডাব্লিউ বি এস আরডি এ জুনিয়র ইঞ্জিনিয়ার ঘটনার স্থল পরিদর্শন করেন। ব্রীজটির ব্যাপারে গ্রামবাসীদেরকে আশ্বস্ত করা হয়। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
advertisement
advertisement
সন্দাপাড়া পঞ্চায়েতের ডড়রা গ্রামে প্রায় ৪০টি শবর পরিবারের বাস।। গ্রামের ওই খালে বছরের অন্য সময়ে তেমন জল থাকে না, হেঁটে পারাপার করা যায়। কিন্তু বর্ষায় তা সম্ভব হয় না। সে জন্য গ্রামবাসীরাই একটি বাঁশের সাঁকো তৈরি করেছিলেন। কিন্তু শনিবার সকালে জলের তোড়ে ভেঙেছে বাঁশের সাঁকো। যাতায়াত করতে হয় খাল পেরিয়ে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
advertisement