এ কোনও নতুন ঘটনা নয় এই রকমের ঘটনা মাঝে মধ্যেই প্রকাশ্যে আসে ৷
তবে এবারের ঘটনাস্থল মেদিনীপুরের কোলাঘাটের রামচন্দ্রপুর ৷
ঝিনুকের মধ্যে দেবতা ! অন্ধবিশ্বাসে ভিড় গ্রামবাসীদের ৷
গ্রামের পুকুরে ঝিনুক পান এক ব্যক্তি ঝিনুকের গণেশের মূর্তি দেখেছেন গ্রামের লোকেরা ৷
তাই দেখেই এলাকায় উৎসাহী মানুষের সংখ্যা ছিল দেখার মত ৷ আশপাসের গ্রামের লোকেদের উন্মাদনা ছিল দেখার মত ৷
এরপরেই ঝিনুকের সামনে পূজার্চনা, কীর্তন করতে দেখা গিয়েছে স্থানীয়দের ৷
...