শুধু পাহাড়-জঙ্গল নয়, বাঁকুড়ার এই ব্লকে ইতিহাসের সম্ভার! দেখুন কী কী রয়েছে...জানলে এখানেই আসতেন!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
শুধুমাত্র জল জঙ্গল পাহাড় নয়, খাতরা মহকুমায় রয়েছে বিরাট ইতিহাসের সম্ভার। ক্ষেত্র সমীক্ষকদের প্রিয় ঠিকানা গুলির মধ্যে অন্যতম হল এই ব্লক।
শুধুমাত্র জল জঙ্গল পাহাড় নয়, খাতরা মহকুমায় রয়েছে বিরাট ইতিহাসের সম্ভার। ক্ষেত্র সমীক্ষকদের প্রিয় ঠিকানাগুলির মধ্যে অন্যতম হল এই ব্লক। খাতড়া যেন পুরাতত্ত্বের খনি! প্রাচীন ভাস্কর্যগুলোও দেখুন। বাঁকুড়ার খাতড়ায় বিভিন্ন প্রাচীন ভাস্কর্য পাওয়া গিয়েছে, সেগুলো সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেখুন এক ঝলকে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
বাঁকুড়ার খাতড়ার বিভিন্ন অংশ থেকে উদ্ধার হয়েছে বহু প্রাচীন ভাস্কর্য। দেখে নিন তার মধ্যে কোনগুলি উল্লেখ্যযোগ্য।খাতড়া মহকুমা ঢোকার আগে পরে ইন্দপুর এবং বাংলা। এই জায়গাও ক্ষেত্র সমীক্ষকদের নজরে থাকে। ২০১৬ সালে ইন্দপুর ব্লকের নবদেউলভিড়া থেকে উদ্ধার করা হয় এই ভাস্কর্য। বর্তমানে মহকুমার মহাফেজখানায় সংরক্ষিত এটি। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
জঙ্গলে ঘেরা জঙ্গলমহলের অন্যতম প্রান্তিক সমষ্টি উন্নয়ন রানিবাঁধ, এই ব্লকের বহু জায়গা আজও স্পর্শ পায়নি মানুষের। সেই কারণে পুরাতাত্ত্বিক সম্ভার থাকলেও থাকতে পারে এমন আশঙ্কা রয়েছে। ২০১৬ সালে রানিবাঁধ ব্লকের খামারডাঙা থেকে পাওয়া যায় বেশ কিছু পুরাতাত্ত্বিক নিদর্শন। বর্তমানে সেগুলো মহাফেজখানায় সংরক্ষিত। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
ইতিহাস অনুসারে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের সীমান্তবর্তী গ্রামগুলি থেকে শুরু করে পুরুলিয়া জেলার কুইলাপাল পর্যন্ত বিস্তীর্ণ মৌজা ছিল সিমলাপাল রাজ পরিবারের অধীনে। সিমলাপাল রাজবাড়ির প্রাচীন মূর্তিও সংরক্ষিত করা হয়েছে। এই মূর্তিটি সিমলাপাল রাজবাড়ি থেকে প্রাপ্ত। সংগ্রহ করা এই মূর্তি সংরক্ষিত রয়েছে খাতরা মহকুমার মহাফেজ খানায়। মূর্তির তথ্য সংগ্রহে চলছে পঠন পাঠন।
advertisement
পুরাতাত্ত্বিক মূর্তি উদ্ধারের ক্ষেত্রে ইন্দ্পুর ব্লক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে ঐতিহাসিকভাবে। পুরো তাত্ত্বিকভাবে অত্যন্ত সমৃদ্ধ এই ব্লক থেকে বার বার উদ্ধার করা হয়েছে বিভিন্ন জৈন মূর্তি এবং পুরা তাত্ত্বিক মূর্তি।ইন্দপুর ব্লকের ব্রাহ্মণডিহা থেকে পাওয়া গিয়েছে অপর একটি অত্যন্ত প্রাচীন পুরাতাত্ত্বিক নিদর্শন। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
ইতিহাস পৃষ্ঠপোষক এবং ক্ষেত্রসমীক্ষক সুকুমার বন্দ্যোপাধ্যায় বলেন," রাঢ় বাংলার, একটি মৌলিক ক্ষেত্র হচ্ছে খাতড়া মহকুমা। ছোটনাগপুর মালভূমি অঞ্চলের শেষের দিকটা অর্থাৎ পূর্ব দিকে অবস্থান করছে খাতড়া।" বরাগড় থেকে প্রাপ্ত একটি পুরাতাত্ত্বিক নিদর্শন। ২০১৬ সালে প্রাপ্ত এই মূর্তি রাখা আছে মহাফেজ খানায়।