Howrah News: স্কুল তো নয়, যেন পর্যটন কেন্দ্র! দেওয়াল জুড়ে গাদিয়াড়া থেকে গড়চুমুক, চোখ ফেরাতে ইচ্ছে করবে না

Last Updated:
Howrah News: হাওড়ার আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরে বেলুড় মঠ, হাওড়া ব্রিজ,পানিত্রাসে কথাশিল্পী শরৎচন্দ্রের বাড়ি, বি গার্ডেন, বিদ্যাসাগর সেতু, হাওড়া রেলস্টেশন, গাদিয়াড়া, গড় চুমুক মিনি জু, বালি ব্রিজ, মা মেলাই চন্ডী মন্দির ইত্যাদি।
1/6
প্রাচীর চিত্রে হাওড়ার পর্যটন সিরাজ বাটি চক্রের আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়।
প্রাচীর চিত্রে হাওড়ার পর্যটন সিরাজ বাটি চক্রের আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়। 'প্রাচীর চিত্রে হাওড়ার পর্যটন'।
advertisement
2/6
বিদ্যালয়ের ফুলের বাগানের প্রাচীরের গায়ে আঁকা হাওড়া জেলার উল্লেখযোগ্য ঐতিহাসিক ও আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান গুলির ছবি।
বিদ্যালয়ের ফুলের বাগানের প্রাচীরের গায়ে আঁকা হাওড়া জেলার উল্লেখযোগ্য ঐতিহাসিক ও আকর্ষণীয় দ্রষ্টব্য স্থানগুলির ছবি।
advertisement
3/6
বিদ্যালয়ের প্রাচীরে বেলুড় মঠ,হাওড়া ব্রিজ,পানিত্রাসে কথাশিল্পী শরৎচন্দ্রের বাড়ি, বি গার্ডেন, বিদ্যাসাগর সেতু, হাওড়া রেলস্টেশন, গাদিয়াড়া, গড় চুমুক মিনি জু, বালি ব্রিজ, মা মেলাই চন্ডী মন্দির ইত্যাদি।
বিদ্যালয়ের প্রাচীরে বেলুড় মঠ, হাওড়া ব্রিজ,পানিত্রাসে কথাশিল্পী শরৎচন্দ্রের বাড়ি, বি গার্ডেন, বিদ্যাসাগর সেতু, হাওড়া রেলস্টেশন, গাদিয়াড়া, গড় চুমুক মিনি জু, বালি ব্রিজ, মা মেলাই চন্ডী মন্দির ইত্যাদি।
advertisement
4/6
স্কুলে প্রাচীরে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন আমতা -১ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ, উপস্থিত ছিলেন সিরাজ বাটি অঞ্চলের প্রধান দীপা পাল, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র সহ প্রমুখ।
স্কুলে প্রাচীরে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন আমতা এক পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ, উপস্থিত ছিলেন সিরাজ বাটি অঞ্চলের প্রধান দীপা পাল, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র সহ প্রমুখ।
advertisement
5/6
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত বলেন -
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত বলেন, "আমাদের নিজের জেলা হাওড়া সম্পর্কে শিশুদের ওয়াকিবহাল করা, তাদের মধ্যে ভ্রমণপিপাসা ও অনুসন্ধিৎসা জাগিয়ে তোলা আমাদের উদ্দেশ্য।"
advertisement
6/6
প্রাচীরে আঁকা ছবি গুলি দেখে ছাত্র ছাত্রীরা এ বিষয়ে বিস্তারিত জানতে পারেন। এক সঙ্গে বিদ্যালয়ের তরফে চেষ্টা করব শিশুদের এই স্থানগুলিতে নিয়ে যাওয়ার।
প্রাচীরে আঁকা ছবিগুলি দেখে ছাত্রছাত্রীরা এ বিষয়ে বিস্তারিত জানতে পারেন। এক সঙ্গে বিদ্যালয়ের তরফে চেষ্টা করব শিশুদের এই স্থানগুলিতে নিয়ে যাওয়ার।
advertisement
advertisement
advertisement