Alcohol: অবিশ্বাস্য! পুজোয় সবচেয়ে বেশি বিক্রি হল কোন মদ? কোন জেলা সবচেয়ে এগিয়ে? শুনলে আঁতকে উঠবেন

Last Updated:
Alcohol: বর্তমান সময়ে পুজো কিংবা যেকোনও উৎসব জেলায় কত টাকার মদ বিক্রি হয়েছে সেই দিকেই নজর জেলা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের!
1/6
তমলুক: কালীপুজোর উৎসব আবহে জেলায় বিদেশি মদের থেকে দেশি মদের বিক্রি অনেকটাই বেশি। এবার শুধু কালীপুজোর রাতেই রেকর্ড পরিমান টাকার মদ বিক্রি হল। কালীপুজোর উৎসবে জেলায় বিদেশি মদকে টেক্কা দিয়েছে দেশি মদ। শুধু কালীপুজোর রাতেই জেলায় বিক্রি হল প্রায় ৫ কোটি টাকার মদ। (প্রতিবেদন: সৈকত শী)
তমলুক: কালীপুজোর উৎসব আবহে জেলায় বিদেশি মদের থেকে দেশি মদের বিক্রি অনেকটাই বেশি। এবার শুধু কালীপুজোর রাতেই রেকর্ড পরিমান টাকার মদ বিক্রি হল। কালীপুজোর উৎসবে জেলায় বিদেশি মদকে টেক্কা দিয়েছে দেশি মদ। শুধু কালীপুজোর রাতেই জেলায় বিক্রি হল প্রায় ৫ কোটি টাকার মদ। (প্রতিবেদন: সৈকত শী)
advertisement
2/6
বর্তমান সময়ে পুজো কিংবা যেকোনও উৎসব জেলায় কত টাকার মদ বিক্রি হয়েছে সেই দিকেই নজর জেলা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের! বিভিন্ন উৎসব বা পুজো-পার্বণে পূর্ব মেদিনীপুর জেলায় বারবার রেকর্ড পরিমাণ মদ বিক্রি হচ্ছে। (প্রতিবেদন: সৈকত শী)
বর্তমান সময়ে পুজো কিংবা যেকোনও উৎসব জেলায় কত টাকার মদ বিক্রি হয়েছে সেই দিকেই নজর জেলা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের! বিভিন্ন উৎসব বা পুজো-পার্বণে পূর্ব মেদিনীপুর জেলায় বারবার রেকর্ড পরিমাণ মদ বিক্রি হচ্ছে। (প্রতিবেদন: সৈকত শী)
advertisement
3/6
পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দফতর সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর কালীপুজোর রাতে ৪ কোটি ৮৪ লক্ষ ৭ হাজার ৮৪৫ টাকার মদ বিক্রি হয়েছে। ওইদিন জেলার সরকারি লাইসেন্স প্রাপ্ত দেশি ও বিলিতি মিলিয়ে প্রায় ২৮০ দোকান জেলা জুড়ে খোলা ছিল। আর তাতেই এই রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। (প্রতিবেদন: সৈকত শী)
পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দফতর সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর কালীপুজোর রাতে ৪ কোটি ৮৪ লক্ষ ৭ হাজার ৮৪৫ টাকার মদ বিক্রি হয়েছে। ওইদিন জেলার সরকারি লাইসেন্স প্রাপ্ত দেশি ও বিলিতি মিলিয়ে প্রায় ২৮০ দোকান জেলা জুড়ে খোলা ছিল। আর তাতেই এই রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। (প্রতিবেদন: সৈকত শী)
advertisement
4/6
জেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোলাঘাট থেকে দিঘা যাওয়ার রাস্তায় জাতীয় সড়কের পাশে থাকা পানশালা ও লাইসেন্স প্রাপ্ত মদ দোকানগুলি থেকে। আবগারি দফতরের কর্তারা মনে করছেন উৎসবের মুখে দিঘায় পর্যটকের ভিড় বাড়তেই মত বিক্রি বেড়েছে। (প্রতিবেদন: সৈকত শী)
জেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোলাঘাট থেকে দিঘা যাওয়ার রাস্তায় জাতীয় সড়কের পাশে থাকা পানশালা ও লাইসেন্স প্রাপ্ত মদ দোকানগুলি থেকে। আবগারি দফতরের কর্তারা মনে করছেন উৎসবের মুখে দিঘায় পর্যটকের ভিড় বাড়তেই মত বিক্রি বেড়েছে। (প্রতিবেদন: সৈকত শী)
advertisement
5/6
দুর্গাপুজোর সময় জেলায় ২৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। মদ বিক্রির সেই ট্রেন্ড বজায় রয়েছে কালীপুজোয়। দুর্গা পুজোর মতই কালীপুজোর উৎসব আবহে প্রায় ১৫ কোটি টাকার মদ বিক্রি হল। আবগারি দফতর সূত্রে জানা যায়,  কালীপুজোর উৎসব আবহে জেলায় মদ বিক্রির পরিসংখ্যান হল, দেশি মদ ২ লক্ষ ৬৬ হাজার ৮৮৫ লিটার, বিদেশি মদ বিক্রি হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৩১৩ লিটার, বিয়ার ১ লক্ষ ৬০ হাজার ০৬০ লিটার। সব মদ বিক্রি হয়েছে ১৫ কোটি ২৯ লক্ষ ৩৫ হাজার ১৫৮ টাকার। যদিও ২০২৩ সালের কালী পুজোর তুলনায় এবার প্রায় ১০ কোটি টাকার মদ কম বিক্রি হয়েছে।  টাকার অংকে কমলেও, উৎসব কিংবা পুজো পার্বণে পূর্ব মেদিনীপুর জেলার রেকর্ড মদ বিক্রি বর্তমানে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। (প্রতিবেদন: সৈকত শী)
দুর্গাপুজোর সময় জেলায় ২৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। মদ বিক্রির সেই ট্রেন্ড বজায় রয়েছে কালীপুজোয়। দুর্গা পুজোর মতই কালীপুজোর উৎসব আবহে প্রায় ১৫ কোটি টাকার মদ বিক্রি হল। আবগারি দফতর সূত্রে জানা যায়,  কালীপুজোর উৎসব আবহে জেলায় মদ বিক্রির পরিসংখ্যান হল, দেশি মদ ২ লক্ষ ৬৬ হাজার ৮৮৫ লিটার, বিদেশি মদ বিক্রি হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৩১৩ লিটার, বিয়ার ১ লক্ষ ৬০ হাজার ০৬০ লিটার। সব মদ বিক্রি হয়েছে ১৫ কোটি ২৯ লক্ষ ৩৫ হাজার ১৫৮ টাকার। যদিও ২০২৩ সালের কালী পুজোর তুলনায় এবার প্রায় ১০ কোটি টাকার মদ কম বিক্রি হয়েছে।  টাকার অংকে কমলেও, উৎসব কিংবা পুজো পার্বণে পূর্ব মেদিনীপুর জেলার রেকর্ড মদ বিক্রি বর্তমানে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। (প্রতিবেদন: সৈকত শী)
advertisement
6/6
পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা থেকে সংস্কৃতি বহু কিছুতেই পিছনে ফেলেছে রাজ্যের বিভিন্ন জেলাকে। সেই জেলায় বিভিন্ন পুজো ও উৎসব আবহে রেকর্ড পরিমান মদ বিক্রি হওয়ায় নিয়ে জেলার শিক্ষক মহলের দাবি, 'দিঘা, মন্দারমনি, তাজপুরের মত পর্যটন কেন্দ্রের কারণেই জেলায় মদ বিক্রির হার বেশি। কলকাতা সহ বিভিন্ন জেলার পর্যটকেরা উৎসব বা পুজোর দিনগুলিতে পর্যটন কেন্দ্রে ভিড় করছে যার ফলেই মদ বিক্রির অংক রেকর্ড পরিমাণ।' তবে শিক্ষামহল আশার আলো দেখছেন ২০২৩ এর পুজোর সময় মদ থেকে ২০২৪ এ মদ বিক্রির পরিমাণ কম হওয়ায়। (প্রতিবেদন: সৈকত শী)
পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা থেকে সংস্কৃতি বহু কিছুতেই পিছনে ফেলেছে রাজ্যের বিভিন্ন জেলাকে। সেই জেলায় বিভিন্ন পুজো ও উৎসব আবহে রেকর্ড পরিমান মদ বিক্রি হওয়ায় নিয়ে জেলার শিক্ষক মহলের দাবি, 'দিঘা, মন্দারমনি, তাজপুরের মত পর্যটন কেন্দ্রের কারণেই জেলায় মদ বিক্রির হার বেশি। কলকাতা সহ বিভিন্ন জেলার পর্যটকেরা উৎসব বা পুজোর দিনগুলিতে পর্যটন কেন্দ্রে ভিড় করছে যার ফলেই মদ বিক্রির অংক রেকর্ড পরিমাণ।' তবে শিক্ষামহল আশার আলো দেখছেন ২০২৩ এর পুজোর সময় মদ থেকে ২০২৪ এ মদ বিক্রির পরিমাণ কম হওয়ায়। (প্রতিবেদন: সৈকত শী)
advertisement
advertisement
advertisement