Kali Puja 2025: দেবীর ভোগে নিরামিষ খাবার, দণ্ডী কেটে শুরু হয়...! মা কুলুডিশ্বরীর পুজোয় রয়েছে বিশেষ রীতিনীতি, দূরদূরান্ত থেকে ছুটে আসে ভক্তরা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Kali Puja 2025: দূরদূরান্ত থেকে ভক্তরা এসে মায়ের উঠোনে ভিড় জমান। মহানিশায় বাড়ির মহিলা সদস্য দ্বারা রান্না করা সম্পূর্ণ নিরামিষ ভোগ দেবীকে নিবেদন করা হয়।
গ্রামের অধিষ্ঠাত্রী মা কালী। তবে গ্রামের মানুষদের কাছে 'মা কুলুডিশ্বরী' নামেই তিনি পরিচিত। এক বিশাল আমগাছের তলায় ছোট্ট একখানি কংক্রিটের তৈরি মন্দিরে ডাকিনী-যোগিনী এবং ঘন নীল বর্ণের কাল ভৈরব সহযোগে তিনি বিরাজ করেন। পদতলে শায়িত শিব এবং এবং বাম পাশে বাহন শেয়াল। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement
এরপর চিরাচরিত রীতি মেনে দণ্ডী কেটে আরম্ভ করা হয় মায়ের পুজো। পুজোয় কুল ভট্টাচার্য্যের সহিত টকটকে লাল বস্ত্র পরিধান করে মহাশক্তির আরাধনায় ব্রতী হন চ্যাটার্জী পরিবারের বয়ঃজ্যেষ্ঠ। সারারাত ধরে পুজো চলে। ধুপ ধুনোর গন্ধে চারিদিক মুখরিত হয়ে ওঠে। কাঁসর, ঘণ্টা, ঢাকের বোল ও সংস্কৃত মন্ত্রোচ্চারণে গমগম করে পুরো মন্দির চত্বর।
advertisement
advertisement
অষ্টমঙ্গলার দিন নৈবেদ্য সহযোগে নিবেদন করা হয় লুচি ও খই-মুড়কির ভোগ। পরদিন মহা সমারোহে দেবীকে বিদায় জানানো হয়। পরিবারের সকলে মেতে ওঠেন সিঁদুর খেলায়। শেষ মুহূর্তের পুজো সমাপ্ত হলে অশ্রুসজল চোখে গোরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় মন্দির সংলগ্ন এক ছোট্ট জলাশয়ে। নিরঞ্জন করা হয় মায়ের মূর্তি। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)