খবরের কাগজ দিয়ে ৩ ফুটের গণপতি! বিশ্বে এই প্রথম? গণেশ চতুর্থীর আগে তাক লাগালেন নবদ্বীপের শিল্পী

Last Updated:
Ganesh Chaturthi 2025: পুরনো খবরের কাগজ অথবা শোলা দিয়ে বিভিন্ন ঠাকুর সহ মনীষী এবং জীবজন্তুুর মূর্তি তৈরি করা শিল্পীর নেশা
1/6
নদিয়া, মৈনাক দেবনাথঃ গণেশ চতুর্থী উপলক্ষে গণপতিকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ। পুরনো খবরের কাগজ দিয়েই প্রায় তিন ফুট উচ্চতার গণেশ মূর্তি তৈরি করে তাক লাগালেন নবদ্বীপের শিল্পী শিব শংকর সাধুখাঁ।
নদিয়া, মৈনাক দেবনাথঃ গণেশ চতুর্থী উপলক্ষে গণপতিকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ। পুরনো খবরের কাগজ দিয়েই প্রায় তিন ফুট উচ্চতার গণেশ মূর্তি তৈরি করে তাক লাগালেন নবদ্বীপের শিল্পী শিব শংকর সাধুখাঁ।
advertisement
2/6
নবদ্বীপ শহরের ২৪ নং ওয়ার্ডের তেঘড়ি পাড়া সুধাংশু চ্যাটার্জি লেনের বাসিন্দা শিব শংকরবাবু। তিনি পেশায় একজন অঙ্কন শিল্পী ও শিক্ষক। পাশাপাশি তাঁর একটি নেশাও রয়েছে, পুরনো খবরের কাগজ অথবা শোলা দিয়ে বিভিন্ন ঠাকুর সহ মনীষী এবং জীবজন্তুুর মূর্তি তৈরি করা। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
নবদ্বীপ শহরের ২৪ নং ওয়ার্ডের তেঘড়ি পাড়া সুধাংশু চ্যাটার্জি লেনের বাসিন্দা শিব শংকরবাবু। তিনি পেশায় একজন অঙ্কন শিল্পী ও শিক্ষক। পাশাপাশি তাঁর একটি নেশাও রয়েছে, পুরনো খবরের কাগজ অথবা শোলা দিয়ে বিভিন্ন ঠাকুর সহ মনীষী এবং জীবজন্তুুর মূর্তি তৈরি করা। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
3/6
এবার গণেশ চতুর্থী উপলক্ষে গণপতিকে শ্রদ্ধা জানাতে খবরের কাগজ দিয়েই বানিয়ে ফেললেন প্রায় তিন ফুট উচ্চতার গনেশ মূর্তি। শিল্পী জানান, এই কাজটি করতে তাঁর সময় লেগেছে ছয় মাস। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
এবার গণেশ চতুর্থী উপলক্ষে গণপতিকে শ্রদ্ধা জানাতে খবরের কাগজ দিয়েই বানিয়ে ফেললেন প্রায় তিন ফুট উচ্চতার গনেশ মূর্তি। শিল্পী জানান, এই কাজটি করতে তাঁর সময় লেগেছে ছয় মাস। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
4/6
জানা গিয়েছে, ছোটবেলা থেকেই বিভিন্ন মডেলিং শিল্পের প্রতি ঝোঁক ছিল শিব শংকরবাবুর। পরবর্তী সময়ে নেশাকে পেশা হিসেবে বেছে নেন। শিল্পীর কথায় জানা গিয়েছে, যখন যা মনে আসে এই ধরণের ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তখন তৈরি করে ফেলেন নানা জিনিস পত্র। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
জানা গিয়েছে, ছোটবেলা থেকেই বিভিন্ন মডেলিং শিল্পের প্রতি ঝোঁক ছিল শিব শংকরবাবুর। পরবর্তী সময়ে নেশাকে পেশা হিসেবে বেছে নেন। শিল্পীর কথায় জানা গিয়েছে, যখন যা মনে আসে এই ধরণের ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তখন তৈরি করে ফেলেন নানা জিনিস পত্র। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
5/6
সংসার সামলে শিল্পীর সঙ্গে ছায়াসঙ্গী হিসেবে সহযোগিতা করেন তাঁর স্ত্রী ইন্দিরা সাধুখাঁ। সম্প্রতি জাতীয় পুরস্কার পেয়ে তাঁর এই শিল্পকলা বিশেষ সম্মানে সম্মানিত হয়েছে। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
সংসার সামলে শিল্পীর সঙ্গে ছায়াসঙ্গী হিসেবে সহযোগিতা করেন তাঁর স্ত্রী ইন্দিরা সাধুখাঁ। সম্প্রতি জাতীয় পুরস্কার পেয়ে তাঁর এই শিল্পকলা বিশেষ সম্মানে সম্মানিত হয়েছে। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
6/6
শিল্পী শিব শংকরবাবু দাবি করেন, এই পেপার ম্যাসি বা কাগজের মন্ড শিল্পকলায় এই ধরণের গণেশজির মূর্তি দেশ সহ সারা পৃথিবীতে নেই। বর্তমানে সরকারি বিভিন্ন কর্মশালাতেও শিব শংকরবাবু প্রশিক্ষণ দেন বলেও জানা যায়। আগামী দিনে এই শিল্পকলার প্রসার ঘটুক এটাই তাঁর ও তাঁর স্ত্রীর ইচ্ছে। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
শিল্পী শিব শংকরবাবু দাবি করেন, এই পেপার ম্যাসি বা কাগজের মন্ড শিল্পকলায় এই ধরণের গণেশজির মূর্তি দেশ সহ সারা পৃথিবীতে নেই। বর্তমানে সরকারি বিভিন্ন কর্মশালাতেও শিব শংকরবাবু প্রশিক্ষণ দেন বলেও জানা যায়। আগামী দিনে এই শিল্পকলার প্রসার ঘটুক এটাই তাঁর ও তাঁর স্ত্রীর ইচ্ছে। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement