Agriculture News: থাইল্যান্ডের সুস্বাদু ফল দেদার বিকোচ্ছে বাংলায়, স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল, দামেও সস্তা, কোথায় পাবেন জানেন?

Last Updated:
Agriculture News: বাঁকুড়াতে বসেই পাওয়া যাচ্ছে বড় বড় সুমিষ্ট থাইল্যান্ডের পেয়ারা। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে থাইল্যান্ডের পেয়ারা। ফলন প্রচুর এবং দেদার বিক্রি হচ্ছে বাজারে।
1/6
বাঁকুড়াতে বসেই পাওয়া যাচ্ছে বড় বড় সুমিষ্ট থাইল্যান্ডের পেয়ারা। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে থাইল্যান্ডের পেয়ারা। ফলন প্রচুর এবং দেদার বিক্রি হচ্ছে বাজারে।
বাঁকুড়াতে বসেই পাওয়া যাচ্ছে বড় বড় সুমিষ্ট থাইল্যান্ডের পেয়ারা। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে থাইল্যান্ডের পেয়ারা। ফলন প্রচুর এবং দেদার বিক্রি হচ্ছে বাজারে।
advertisement
2/6
স্বাদে এবং রূপে উৎকৃষ্ট এই পেয়ারা টক্কর দেবে বারুইপুরের পেয়ারার সাথে। একেবারে বীজ নেই বললেই চলে এই পেয়ারাতে। সুমিষ্ট বড় বড় পেয়ারা বিক্রি হচ্ছে বাঁকুড়ার স্থানীয় বাজারগুলিতে।
স্বাদে এবং রূপে উৎকৃষ্ট এই পেয়ারা টক্কর দেবে বারুইপুরের পেয়ারার সাথে। একেবারে বীজ নেই বললেই চলে এই পেয়ারাতে। সুমিষ্ট বড় বড় পেয়ারা বিক্রি হচ্ছে বাঁকুড়ার স্থানীয় বাজারগুলিতে।
advertisement
3/6
বাঁকুড়ার মানুষ স্বাদ নিচ্ছেন থাইল্যান্ডের পেয়ারার। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি এই পেয়ারা স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল। স্বাস্থ্যকর এই পেয়ারার স্বাদ একেবারে অতুলনীয়। এক একটি গাছ থেকে প্রায় ৩০ থেকে ৪০ কিলো ফলন হয় প্রতিবছর।
বাঁকুড়ার মানুষ স্বাদ নিচ্ছেন থাইল্যান্ডের পেয়ারার। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি এই পেয়ারা স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল। স্বাস্থ্যকর এই পেয়ারার স্বাদ একেবারে অতুলনীয়। এক একটি গাছ থেকে প্রায় ৩০ থেকে ৪০ কিলো ফলন হয় প্রতিবছর।
advertisement
4/6
পেয়ারা গুলির আকার এবং ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। বাঁকুড়ার লাল মাটিতে এই থাইল্যান্ডের পেয়ারা চাষ করে দারুন রেজাল্ট পেয়েছে চাষিরা। বাঁকুড়া ছাড়াও দুর্গাপুর এবং কলকাতাতে বিক্রি হচ্ছে এই পেয়ারা।
পেয়ারা গুলির আকার এবং ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। বাঁকুড়ার লাল মাটিতে এই থাইল্যান্ডের পেয়ারা চাষ করে দারুন রেজাল্ট পেয়েছে চাষিরা। বাঁকুড়া ছাড়াও দুর্গাপুর এবং কলকাতাতে বিক্রি হচ্ছে এই পেয়ারা।
advertisement
5/6
বারুইপুরে পেয়ারার সাথে তুলনা করলে বোঝা যাবে অনেকটাই উৎকৃষ্ট এই থাইল্যান্ডের বিদেশি পেয়ারা। বীজ হীন এই সুমিষ্ট থাইল্যান্ডের পেয়ারা এখন মন কেড়েছে দক্ষিণবঙ্গের। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও এই পেয়ারা চাষ করে ভবিষ্যতে সফল একটি ব্যবসা করতে পারবে এমনটাই আশা রাখছে
বারুইপুরে পেয়ারার সাথে তুলনা করলে বোঝা যাবে অনেকটাই উৎকৃষ্ট এই থাইল্যান্ডের বিদেশি পেয়ারা। বীজ হীন এই সুমিষ্ট থাইল্যান্ডের পেয়ারা এখন মন কেড়েছে দক্ষিণবঙ্গের। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও এই পেয়ারা চাষ করে ভবিষ্যতে সফল একটি ব্যবসা করতে পারবে এমনটাই আশা রাখছে
advertisement
6/6
ফল চাষি নিত্যানন্দ গড়াই জানান,বছরে দু'বার হয় পেয়ারা এবং পেয়ারা গাছের পরিচর্যা কম। বিশেষ করে বড় বড় সুমিষ্ট পেয়ারার চাহিদা অনেক। তাই বাঁকুড়ার দেখান রাস্তা অনুসরণ করে পেয়ারা চাষ করে বিকল্প উপার্জনের পথ পেতেই পারে দক্ষিণবঙ্গের কৃষকরা।
ফল চাষি নিত্যানন্দ গড়াই জানান,বছরে দু'বার হয় পেয়ারা এবং পেয়ারা গাছের পরিচর্যা কম। বিশেষ করে বড় বড় সুমিষ্ট পেয়ারার চাহিদা অনেক। তাই বাঁকুড়ার দেখান রাস্তা অনুসরণ করে পেয়ারা চাষ করে বিকল্প উপার্জনের পথ পেতেই পারে দক্ষিণবঙ্গের কৃষকরা।
advertisement
advertisement
advertisement