Digha News: দিঘার সমুদ্রে সাংঘাতিক কাণ্ড...! স্নান করতে গিয়ে এসব করছেন না তো? ধরা পড়লেই সব শেষ! যাওয়ার আগে জানুন

Last Updated:
Digha News: শীতকালীন পর্যটন মরশুমে দিঘার বাড়তি ভিড়ে বিপত্তি এড়ানো যায় তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসন প্রস্তুতি শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সহ পূর্ব মেদনীপুর জেলা পুলিশ দিঘার নিরাপত্তার বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
1/9
বর্তমানে বঙ্গোপসাগরের উপকূলে দিঘা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণে না, এর পাশাপাশি সরকারের একাধিক উন্নয়নমূলক কর্মযজ্ঞে বিনোদনের পসরা সাজিয়ে পর্যটকদের আকর্ষিত করছে। বর্তমানে দিঘার ব্র্যান্ড ভ্যালু আন্তর্জাতিক মানের।
বর্তমানে বঙ্গোপসাগরের উপকূলে দিঘা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণে না, এর পাশাপাশি সরকারের একাধিক উন্নয়নমূলক কর্মযজ্ঞে বিনোদনের পসরা সাজিয়ে পর্যটকদের আকর্ষিত করছে। বর্তমানে দিঘার ব্র্যান্ড ভ্যালু আন্তর্জাতিক মানের।
advertisement
2/9
বছরের পর বছর দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। শীতকালীন পর্যটন মরশুমে দিঘার বাড়তি ভিড়ে বিপত্তি এড়ানো যায় তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসন প্রস্তুতি শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন-সহ পূর্ব মেদনীপুর জেলার পুলিশ দিঘার নিরাপত্তার বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
বছরের পর বছর দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। শীতকালীন পর্যটন মরশুমে দিঘার বাড়তি ভিড়ে বিপত্তি এড়ানো যায় তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসন প্রস্তুতি শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন-সহ পূর্ব মেদনীপুর জেলার পুলিশ দিঘার নিরাপত্তার বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
advertisement
3/9
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, দিঘা জুড়ে নিরাপত্তার জন্য নতুন করে সিসিটিভি ইন্সটল করা হয়েছে। সৈকত শহর জুড়ে নজরদারির জন্যে নতুন ৬৬ টি সিসি ক্যামেরায় দিঘাকে মুড়ে ফেলা হয়েছে। আগে যে এজেন্সিকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে বাদ দিয়ে নতুন এজেন্সি নিয়োগ করা হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, দিঘা জুড়ে নিরাপত্তার জন্য নতুন করে সিসিটিভি ইন্সটল করা হয়েছে। সৈকত শহর জুড়ে নজরদারির জন্যে নতুন ৬৬ টি সিসি ক্যামেরায় দিঘাকে মুড়ে ফেলা হয়েছে। আগে যে এজেন্সিকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে বাদ দিয়ে নতুন এজেন্সি নিয়োগ করা হয়েছে।
advertisement
4/9
 এই সব ক্যামেরার সংযোগ দিঘা থানা ও দিঘা মোহনা থানার পাশাপাশি এসপি অফিসে দেওয়া আছে। অফিসে বসে পূর্ব মেদিনীপুর জেলার এসপি-সহ দুই থানার ওসিও লাইভ ফিড থেকে নজরদারি করতে পারবেন।
এই সব ক্যামেরার সংযোগ দিঘা থানা ও দিঘা মোহনা থানার পাশাপাশি এসপি অফিসে দেওয়া আছে। অফিসে বসে পূর্ব মেদিনীপুর জেলার এসপি-সহ দুই থানার ওসিও লাইভ ফিড থেকে নজরদারি করতে পারবেন।
advertisement
5/9
দিঘায় সমুদ্র স্নানের সময় পর্যটকদের নিরাপত্তার সমস্যা দেখা যায়। পর্যটকদের নিরাপত্তার জন্যে জলে নজরদারি চালানোর জন্যে জেলা শাসক দিঘা মন্দারমণির জন্যে ৭টি বোট দিয়েছেন। এই বোটের মাধ্যমে সিভিল ডিফেন্সের কর্মীরা পর্যটকদের সমুদ্র স্নানের সময় নজরদারি চালাবে।
দিঘায় সমুদ্র স্নানের সময় পর্যটকদের নিরাপত্তার সমস্যা দেখা যায়। পর্যটকদের নিরাপত্তার জন্যে জলে নজরদারি চালানোর জন্যে জেলা শাসক দিঘা মন্দারমণির জন্যে ৭টি বোট দিয়েছেন। এই বোটের মাধ্যমে সিভিল ডিফেন্সের কর্মীরা পর্যটকদের সমুদ্র স্নানের সময় নজরদারি চালাবে।
advertisement
6/9
বড়দিনের জন্য নির্দিষ্ট করা হয়েছে পিকনিকের জায়গা। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক জানান, 'শীতের সময় দিঘায় বাড়তি ভিড় হয়। দিঘায় পর্যটকদের নিরাপত্তা দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমুদ্রের জলে নিরাপত্তার জন্য স্পিডবোট থাকছে। সিসিটিভি ক্যামেরার সাহায্যে নজরদারি চলবে।'
বড়দিনের জন্য নির্দিষ্ট করা হয়েছে পিকনিকের জায়গা। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক জানান, 'শীতের সময় দিঘায় বাড়তি ভিড় হয়। দিঘায় পর্যটকদের নিরাপত্তা দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমুদ্রের জলে নিরাপত্তার জন্য স্পিডবোট থাকছে। সিসিটিভি ক্যামেরার সাহায্যে নজরদারি চলবে।'
advertisement
7/9
শীতকাল দোরগোড়ায়। শীতকাল মানেই পর্যটনের মরশুম। পর্যটক মৌসুমে বাঙালি পর্যটক এর মন ঘরে বসে না। উইকেন্ড বা শীতের সময় ছুটির দিনগুলি কাছে পিঠে বেড়াতে ভালবাসে বাঙালি। বিশেষ করে শীতের সময় উইকেন্ড গুলিতে গুলিতে পিকনিকের জন্য মন কেমন করে আপামর বাঙালির।
শীতকাল দোরগোড়ায়। শীতকাল মানেই পর্যটনের মরশুম। পর্যটক মৌসুমে বাঙালি পর্যটক এর মন ঘরে বসে না। উইকেন্ড বা শীতের সময় ছুটির দিনগুলি কাছে পিঠে বেড়াতে ভালবাসে বাঙালি। বিশেষ করে শীতের সময় উইকেন্ড গুলিতে গুলিতে পিকনিকের জন্য মন কেমন করে আপামর বাঙালির।
advertisement
8/9
শীতের উইকেন্ড- এ বা ছুটির দিনগুলিতে বাঙালির প্রথম পছন্দের জায়গা দিঘা। শীতের সময় পিকনিকের জন্য তিল ধারনের স্থান থাকে না দিঘায়।
শীতের উইকেন্ড- এ বা ছুটির দিনগুলিতে বাঙালির প্রথম পছন্দের জায়গা দিঘা। শীতের সময় পিকনিকের জন্য তিল ধারনের স্থান থাকে না দিঘায়।
advertisement
9/9
উপচে পড়া ভিড়িয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এবার তাই শীতের আগে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তথা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ দিঘার নিরাপত্তা জোরদার করতে তৎপর।
উপচে পড়া ভিড়িয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এবার তাই শীতের আগে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তথা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ দিঘার নিরাপত্তা জোরদার করতে তৎপর।
advertisement
advertisement
advertisement