Picnic Spot: ১০০ টাকার কম খরচে লোকাল ট্রেনে শীতের সফর! কলকাতার কাছেই যেন এ এক স্বর্গপুরী

Last Updated:
Picnic Spot: শীতের শুরুতে কয়েক কোলকাতা থেকে ঘন্টায় ঘুরে আসুন শান্ত মনোরম উদ্যানে। শিশু থেকে কচিকাঁচারা আনন্দে মেতে ওঠেন। 
1/6
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ধান্যকুড়িয়ায় বিদ্যাধরী নদীর খাড়ির তীরে সবুজ অবয়বের বুক চিরে গড়ে ওঠে এক চিলতে নির্জন শান্ত মনোরম উদ্যান।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ধান্যকুড়িয়ায় বিদ্যাধরী নদীর খাড়ির তীরে সবুজ অবয়বের বুক চিরে গড়ে ওঠে এক চিলতে নির্জন শান্ত মনোরম উদ্যান।
advertisement
2/6
গ্রাম্য এলাকায় এই উদ্যানেই বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান।
গ্রাম্য এলাকায় এই উদ্যানেই বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান।
advertisement
3/6
ধান্যকুড়িয়ার এই সত্যজিৎ রায় বিনোদন পার্কে মিউজিক্যাল ফাউন্টেন জলের ফোয়ারা, সুসজ্জিত আলোর ফলক, সিসিটিভি ক্যামেরা সহ একাধিক পরিষেবা।
ধান্যকুড়িয়ার এই সত্যজিৎ রায় বিনোদন পার্কে মিউজিক্যাল ফাউন্টেন জলের ফোয়ারা, সুসজ্জিত আলোর ফলক, সিসিটিভি ক্যামেরা সহ একাধিক পরিষেবা।
advertisement
4/6
শীতের শুরুতে কয়েক কোলকাতা থেকে ঘন্টায় ঘুরে আসুন শান্ত মনোরম উদ্যানে। শিশু থেকে কচিকাঁচারা আনন্দে মেতে ওঠেন।
শীতের শুরুতে কয়েক কোলকাতা থেকে ঘন্টায় ঘুরে আসুন শান্ত মনোরম উদ্যানে। শিশু থেকে কচিকাঁচারা আনন্দে মেতে ওঠেন।
advertisement
5/6
শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় দেঢ় ঘন্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন কাঁকড়া মির্জানগর স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোতে পৌঁছে যাবেন ধান্যকুড়িয়ায়।
শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় দেঢ় ঘন্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন কাঁকড়া মির্জানগর স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোতে পৌঁছে যাবেন ধান্যকুড়িয়ায়।
advertisement
6/6
বিদ্যাধরীর খড়ির তীরে ম্যানগ্রোভের পাশাপাশি একাধিক রংবেরঙের সবুজের অবয়বে ভরিয়ে তুলবে আপনার মনকে।
বিদ্যাধরীর খড়ির তীরে ম্যানগ্রোভের পাশাপাশি একাধিক রংবেরঙের সবুজের অবয়বে ভরিয়ে তুলবে আপনার মনকে।
advertisement
advertisement
advertisement