Durga Puja 2025: বড় নয়, ছোট দুর্গা মূর্তি বানিয়েই তাক লাগালেন নদিয়ার যুবক! তাঁর কোথায় পাড়ি দিল জানেন? শুনলে চমকে যাবেন

Last Updated:
Durga Puja 2025: নদিয়ার শান্তিপুরের এক প্রতিভাবান যুবক নিজের হাতের গড়া মিনিয়েচার মূর্তির মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছেন বিদেশের বাজারেও।
1/7
নদিয়ার শান্তিপুরের এক প্রতিভাবান যুবক নিজের হাতের গড়া মিনিয়েচার মূর্তির মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছেন বিদেশের বাজারেও। ছোটবেলা থেকেই মূর্তি বানানোর প্রতি তাঁর আলাদা টান ছিল। ধীরে ধীরে সেই শখই পরিণত হয়েছে তাঁর নেশা ও পেশায়। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
নদিয়ার শান্তিপুরের এক প্রতিভাবান যুবক নিজের হাতের গড়া মিনিয়েচার মূর্তির মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছেন বিদেশের বাজারেও। ছোটবেলা থেকেই মূর্তি বানানোর প্রতি তাঁর আলাদা টান ছিল। ধীরে ধীরে সেই শখই পরিণত হয়েছে তাঁর নেশা ও পেশায়।
ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/7
বিশেষত্ব হল—তিনি সাধারণ বড় মাপের মূর্তি নয়, বরং নিপুণভাবে ছোট ছোট মিনিয়েচার মূর্তি তৈরি করেন। আর এই বিশেষত্বই তাঁকে আজ আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিয়েছে।
বিশেষত্ব হল—তিনি সাধারণ বড় মাপের মূর্তি নয়, বরং নিপুণভাবে ছোট ছোট মিনিয়েচার মূর্তি তৈরি করেন। আর এই বিশেষত্বই তাঁকে আজ আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিয়েছে।
advertisement
3/7
সম্প্রতি তাঁর তৈরি একটি দুর্গা ঠাকুরের মূর্তি সপরিবারে, অর্থাৎ দুর্গা সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীকে নিয়ে, পাড়ি দিয়েছে দূর দেশ দুবাইতে। জানা গিয়েছে, আসন্ন দুর্গাপুজোয় সেই মূর্তির পূজা হবে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে।
সম্প্রতি তাঁর তৈরি একটি দুর্গা ঠাকুরের মূর্তি সপরিবারে, অর্থাৎ দুর্গা সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীকে নিয়ে, পাড়ি দিয়েছে দূর দেশ দুবাইতে। জানা গিয়েছে, আসন্ন দুর্গাপুজোয় সেই মূর্তির পূজা হবে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে।
advertisement
4/7
শুধু তাই নয়, কিছুদিন আগেই তাঁর আরেকটি সৃষ্টি, একটি মনোরম লক্ষ্মী ঠাকুরের মিনিয়েচার মূর্তি, পৌঁছে গেছে আমেরিকায়। এই সাফল্য নিঃসন্দেহে শান্তিপুর তথা সমগ্র জেলার জন্য গর্বের।
শুধু তাই নয়, কিছুদিন আগেই তাঁর আরেকটি সৃষ্টি, একটি মনোরম লক্ষ্মী ঠাকুরের মিনিয়েচার মূর্তি, পৌঁছে গেছে আমেরিকায়। এই সাফল্য নিঃসন্দেহে শান্তিপুর তথা সমগ্র জেলার জন্য গর্বের।
advertisement
5/7
যুবকটি জানিয়েছেন, তিনি তাঁর তৈরি মূর্তি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখান থেকেই বিভিন্ন মানুষ যোগাযোগ করেন ও মূর্তি কেনেন। দেশের বিভিন্ন প্রান্তে যেমন তাঁর কাজের চাহিদা রয়েছে, তেমনই বিদেশ থেকেও অনেকে তাঁর শিল্পকর্ম কিনতে আগ্রহী।
যুবকটি জানিয়েছেন, তিনি তাঁর তৈরি মূর্তি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখান থেকেই বিভিন্ন মানুষ যোগাযোগ করেন ও মূর্তি কেনেন। দেশের বিভিন্ন প্রান্তে যেমন তাঁর কাজের চাহিদা রয়েছে, তেমনই বিদেশ থেকেও অনেকে তাঁর শিল্পকর্ম কিনতে আগ্রহী।
advertisement
6/7
তবে শুধু শিল্পসৃষ্টিই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রযুক্তির ব্যবহারও। যেহেতু মিনিয়েচার মূর্তিগুলি আকারে ছোট, তাই এগুলি কুরিয়ারের মাধ্যমে পাঠানো তুলনামূলকভাবে অনেক সহজ ও নিরাপদ। ক্রেতাদের কুরিয়ার চার্জ আলাদা করে দিতে হয়, তারপর তিনি বিশ্বের যেকোনও প্রান্তে তাঁর শিল্পকর্ম পাঠিয়ে দেন।
তবে শুধু শিল্পসৃষ্টিই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রযুক্তির ব্যবহারও। যেহেতু মিনিয়েচার মূর্তিগুলি আকারে ছোট, তাই এগুলি কুরিয়ারের মাধ্যমে পাঠানো তুলনামূলকভাবে অনেক সহজ ও নিরাপদ। ক্রেতাদের কুরিয়ার চার্জ আলাদা করে দিতে হয়, তারপর তিনি বিশ্বের যেকোনও প্রান্তে তাঁর শিল্পকর্ম পাঠিয়ে দেন।
advertisement
7/7
এইভাবে নদিয়ার এক তরুণ শিল্পী সামন্ত হাজরার মিনিয়েচার দুর্গা ও লক্ষ্মী ঠাকুর দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পূজিত হচ্ছে—এটাই প্রমাণ করছে, সৃজনশীলতা ও নিষ্ঠা থাকলে প্রতিভার কোনও ভৌগোলিক সীমানা নেই।
এইভাবে নদিয়ার এক তরুণ শিল্পী সামন্ত হাজরার মিনিয়েচার দুর্গা ও লক্ষ্মী ঠাকুর দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পূজিত হচ্ছে—এটাই প্রমাণ করছে, সৃজনশীলতা ও নিষ্ঠা থাকলে প্রতিভার কোনও ভৌগোলিক সীমানা নেই।
advertisement
advertisement
advertisement