জনগণের সুরক্ষার্থে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকের কুমিরমারির জেটিঘাট এলাকায় ভ্যাকসিনেশন বোটের শুভ সূচনা করলেন জেলা শাসক পি উলগনাথন এবং জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল।
2/ 5
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে দুয়ারে ভ্যাকসিন। আর এই কাজকে এগিয়ে নিয়ে যেতে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন উদ্যোগে চালু হল সুন্দরবনের জলপথে করোনা ভ্যাকসিনের টিকাকরণ কর্মসূচি।
3/ 5
এদিন গোসাবার কুমিরমারি দ্বীপের জল পথে ভ্যাকসিনেশন বোটে ১০০ জনকে করোনা ভ্যাকসিনের টিকা দেওয়া হয়। এবার থেকে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপের মানুষের দুয়ারে করোনা ভ্যাকসিন নিয়ে বিশেষ বোট পৌঁছে যাবে দ্বীপের ঘাটে ঘাটে।
4/ 5
সেই বোট থেকেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে স্থানীয়দেরকে। প্রত্যেক ব্লক ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়া হলেও সুন্দরবনের দ্বীপাঞ্চলগুলির বহু মানুষ এখনও টিকা পাননি। যাতায়াতে সমস্যা থাকায় অনেকেই টিকাকরণকেন্দ্রেও পৌঁছতে পারেননি।
5/ 5
তাই এবার জলপথেই দ্বীপের মানুষের জন্য ‘ভ্যাকসিন অন বোট’ চালু করল জেলা প্রশাসন। এই বোট কুমিরমারি, সাতজেলিয়া, বালি, চন্ডিপুর, কচুখালি, গোসাবা, ছোটমল্লাখালি, রাধানগর তারানগর, মৌসুনি, ঘোড়ামারা, জি প্লট ও কে প্লট-এর মতো দ্বীপগুলিতে পৌঁছে যাবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে দুয়ারে ভ্যাকসিন। আর এই কাজকে এগিয়ে নিয়ে যেতে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন উদ্যোগে চালু হল সুন্দরবনের জলপথে করোনা ভ্যাকসিনের টিকাকরণ কর্মসূচি।
সেই বোট থেকেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে স্থানীয়দেরকে। প্রত্যেক ব্লক ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়া হলেও সুন্দরবনের দ্বীপাঞ্চলগুলির বহু মানুষ এখনও টিকা পাননি। যাতায়াতে সমস্যা থাকায় অনেকেই টিকাকরণকেন্দ্রেও পৌঁছতে পারেননি।
তাই এবার জলপথেই দ্বীপের মানুষের জন্য ‘ভ্যাকসিন অন বোট’ চালু করল জেলা প্রশাসন। এই বোট কুমিরমারি, সাতজেলিয়া, বালি, চন্ডিপুর, কচুখালি, গোসাবা, ছোটমল্লাখালি, রাধানগর তারানগর, মৌসুনি, ঘোড়ামারা, জি প্লট ও কে প্লট-এর মতো দ্বীপগুলিতে পৌঁছে যাবে।