Sundarban: এগোচ্ছে সম্রাটের সাইকেল-সত্যেনের রিকশা, প্লাস্টিকমুক্ত হবে সাধের সুন্দরবন?

Last Updated:
Sundarban: সত্যেন আর সম্রাট দুজনেই প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্বন্ধে সচেতনতামূলক বার্তা দিচ্ছেন এবং বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিক সংগ্রহ করছেন।
1/5
বিশ্ব উষ্ণায়ন রোধের বার্তা নিয়ে পায়ে টানা রিকশা চালিয়ে লাদাখ পাড়ি দিয়েছিলেন 'লাদাখ চলে রিকশাওয়ালা' নামে খ্যাত সত্যেন দাস। আর সম্রাট মৌলিক গোটা ভারত সহ বাংলাদেশের একাধিক জেলায় নদী, জল , এবং পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে ১১,২০০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন। সত্যেনের ঝুলিতে লিমকা বুকস অফ ন্যাশনাল রেকর্ডস এসেছে আর সম্রাটের ঝুলিতে ইন্ডিয়া বুকস অফ রেকর্ড এসেছে।
বিশ্ব উষ্ণায়ন রোধের বার্তা নিয়ে পায়ে টানা রিকশা চালিয়ে লাদাখ পাড়ি দিয়েছিলেন 'লাদাখ চলে রিকশাওয়ালা' নামে খ্যাত সত্যেন দাস। আর সম্রাট মৌলিক গোটা ভারত সহ বাংলাদেশের একাধিক জেলায় নদী, জল , এবং পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে ১১,২০০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন। সত্যেনের ঝুলিতে লিমকা বুকস অফ ন্যাশনাল রেকর্ডস এসেছে আর সম্রাটের ঝুলিতে ইন্ডিয়া বুকস অফ রেকর্ড এসেছে।
advertisement
2/5
আর এখন সত্যেনের রিকশা আর সম্রাটের সাইকেল সুন্দরবনের দ্বীপে দ্বীপে ঘুরে প্লাস্টিক সংগ্রহ করছে। সত্যেন আর সম্রাট দুজনেই প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্বন্ধে সচেতনতামূলক বার্তা দিচ্ছেন এবং বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিক সংগ্রহ করছেন।
আর এখন সত্যেনের রিকশা আর সম্রাটের সাইকেল সুন্দরবনের দ্বীপে দ্বীপে ঘুরে প্লাস্টিক সংগ্রহ করছে। সত্যেন আর সম্রাট দুজনেই প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্বন্ধে সচেতনতামূলক বার্তা দিচ্ছেন এবং বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিক সংগ্রহ করছেন।
advertisement
3/5
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এবং বারুইপুরের স্বেচ্ছাসেবী সংস্থা চাম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ কর্মসূচি প্লাস্টিক মুক্ত গ্রিন সুন্দরবনে তারা যোগ দিয়েছেন।
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এবং বারুইপুরের স্বেচ্ছাসেবী সংস্থা চাম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ কর্মসূচি প্লাস্টিক মুক্ত গ্রিন সুন্দরবনে তারা যোগ দিয়েছেন।
advertisement
4/5
চম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা প্লাস্টিক মুক্ত সুন্দরবনের লক্ষ্যে দ্বীপে দ্বীপে ঘুরে ঘুরে লক্ষ লক্ষ প্লাস্টিকের বোতল সংগ্রহ করে চলেছেন। আজ তাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন সত্যেন দাস আর সম্রাট মৌলিক। এদিন সকাল থেকে গোসাবা ব্লকের বিভিন্ন দ্বীপে ঘুরে তারা প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সমন্ধে সচেতনতামূলক বার্তা এবং রিকশা নিয়ে প্লাস্টিক সংগ্রহ করেন।
চম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা প্লাস্টিক মুক্ত সুন্দরবনের লক্ষ্যে দ্বীপে দ্বীপে ঘুরে ঘুরে লক্ষ লক্ষ প্লাস্টিকের বোতল সংগ্রহ করে চলেছেন। আজ তাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন সত্যেন দাস আর সম্রাট মৌলিক। এদিন সকাল থেকে গোসাবা ব্লকের বিভিন্ন দ্বীপে ঘুরে তারা প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সমন্ধে সচেতনতামূলক বার্তা এবং রিকশা নিয়ে প্লাস্টিক সংগ্রহ করেন।
advertisement
5/5
চাম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার প্রসেনজিৎ মিস্ত্রি বলেন, 'আমাদের জীবনযাপন থেকে থেকে সম্পূর্ণ প্লাস্টিক বর্জন করতে না পারলেও আমরা পরিবেশ বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যাব। সুন্দরবনে ত্রাণের সঙ্গে লক্ষ লক্ষ প্লাস্টিকের বোতল প্রবেশ করেছে সেই প্লাস্টিক সুন্দরবনে পরিবেশের মারাত্মক ক্ষতি করবে । আমরা চাই প্লাস্টিক মুক্ত গ্রিন সুন্দরবন।'
চাম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার প্রসেনজিৎ মিস্ত্রি বলেন, 'আমাদের জীবনযাপন থেকে থেকে সম্পূর্ণ প্লাস্টিক বর্জন করতে না পারলেও আমরা পরিবেশ বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যাব। সুন্দরবনে ত্রাণের সঙ্গে লক্ষ লক্ষ প্লাস্টিকের বোতল প্রবেশ করেছে সেই প্লাস্টিক সুন্দরবনে পরিবেশের মারাত্মক ক্ষতি করবে । আমরা চাই প্লাস্টিক মুক্ত গ্রিন সুন্দরবন।'
advertisement
advertisement
advertisement