ইয়াসের ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি, সব ধরণের সাহায্য নিয়ে পাশে দাঁড়াল অধ্যাপক সংগঠন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অনুপ্রেরণায় ইয়াস ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ বিলি অধ্যাপক সংগঠনের।
#উঃ ২৪ পরগণা: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অনুপ্রেরণায় উঃ ২৪ পরগণার অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে ইয়াস ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণের ব্যবস্থা করা হলো। ব্রাত্য বসুর উদ্যোগেই দুর্গত মানুষদের পাশে থাকার প্রয়াস। অধ্যাপক সংগঠন WBCUPA পক্ষ থেকে রবিবার ত্রাণ বন্টন করা হয়। পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির (WBCUPA)উত্তর ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে ত্রাণ বন্টনের ব্যবস্থা করা হয়।
advertisement
হিঙ্গলগঞ্জের ভান্ডারখালি দ্বীপের বাঁশতলি গ্রামের দুর্দশাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় এই সংগঠন। একশো পঞ্চাশটি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয় এদিনের কর্মসূচিতে। কঠিন পরিস্থিতি মানুষের পাশে দাড়িয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করা হয়। বেশিরভাগ মানুষের ঘর-বাড়ি চাষের জমি ক্ষতিগ্রস্ত। পরনের পোশাক কিংবা খাবার জোগাড় করতেই দিশেহারা অবস্থা।
advertisement
এহেন অবস্থায় প্রত্যেক পরিবারের হাতে শাড়ি, লুঙ্গি, গামছা, গেঞ্জি,মশারী, স্যানিটারি ন্যাপকিন, টর্চ, সাবান, নারিকেল তেল, বিস্কুট, সোয়াবিন দেওয়া হয়। এমনকি ওআরএস সহ প্রয়োজনীয় ওষুধ পত্র মিলিয়ে মোট আঠারোটি দ্রব্য সামগ্রী দেওয়া হয়। পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় পাশাপাশি করোনার কথা মনে রেখে মাস্ক,হ্যান্ডস্যানিটাইজারও দেওয়া হয়। WBCUPA অধ্যাপক সংগঠনের উত্তর২৪ পরগনা জেলা কমিটির সভাপতি রমেশ বর্মনের নেতৃত্বে চোদ্দ জনের একটি দল সরেজমিনে গ্রামটি ঘুরে দেখে গ্রামের দরিদ্র মানুষ জনের হাতে এই সমস্ত উপকরণাদি তুলে দেন। স্থানীয় বিধায়ক দেবেশ মন্ডল এই দলটিকে স্বাগত জানান। অধ্যাপকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
advertisement
হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামালউদ্দিন দুর্গত মানুষদের সঙ্গে কথা বলে ছাত্র-ছাত্রীদের পাঠ্য সামগ্রী বিশেষত বই, খাতা, পেন, পেন্সিল ইত্যাদি পঠনসামগ্রী পাঠানোর প্রতিশ্রুতি দেন। এই দলে অন্যান্য অধ্যাপকদের মধ্যে ছিলেন সৈকত মণ্ডল, কোচবিহার বিশ্ববিদ্যালয়ের শশাঙ্ক কুমার গায়েন, পশ্চিমবঙ্গ মৎস্য ও প্রাণী বিশ্ববিদ্যালয়ের নরেন্দ্র ভট্টাচার্য, মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের মিঠু রায়,গোবরডাঙ্গা হিন্দু কলেজের গোপাল মণ্ডল,বৃতি সুন্দর মণ্ডল,সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের অধ্যাপক দেবাশীষ মজুমদারসহ তিনজন ছাত্রী। পুরো উদ্যোগের সঙ্গে সামিল ছিলেন ব্রাত্য বসু। Input- ERON ROY BURMAN
