Kanti Ganguly: ঝড়ের আগে কান্তি এল, নিজের গড়া স্কুলে হাজার মুখের ত্রাণের ব্যবস্থা! দেখুন ছবিতে..
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
আমফান (Cyclone Amphan) হোক বা আসতে চলে ইয়াস (Cyclone Yaas), বিরাম নেই কান্তি গঙ্গোপাধ্যায়ের (Kanti Ganguly)।
advertisement
advertisement
advertisement
সম্প্রতি ফেসবুকে কান্তি বাবু লেখেন, 'রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর ত্রাণ কেন্দ্রর কাজ চলছে পুরোদস্তুর। আমি ফিরছি সুন্দরবনে ঝড়ের বিরুদ্ধে তৈরী হতে। রাজ্য সরকারের ও মানুষের কাছে দুটি আবেদন রয়েছে। ১: ফ্লাড শেল্টার এ মানুষকে আশ্রয় দেওয়ার আগে দেহের তাপমাত্রা দেখে নেওয়া হোক ও অসুস্থ সাধারণ মানুষের জন্য আলাদা আশ্রয় তৈরী করা হোক, যাতে গ্রামে করোনা আরো ছড়িয়ে না যায়। ২: মানুষ পানীয় ও দরকার পড়লে বৃষ্টির জল যেন জমা করে রাখেন কারণ বাঁধ ভাঙলে নোনা জল পান এর অযোগ্য।'
advertisement