Gangasagar Mela 2026: লাইট বাবার পর এবার নেটপাড়ায় ‘ত্রিশূল বাবা’র রাজত্ব! হাতে খাঁটি রুপোর অস্ত্র, সাধুকে দেখতে গঙ্গাসাগরে হুলস্থুল কাণ্ড

Last Updated:
Gangasagar Mela 2026: গঙ্গাসাগর মেলায় নানা প্রান্ত থেকে আসা সাধু-সন্ন্যাসীদের ভিড়ের মধ্যেও ত্রিশূল বাবার উপস্থিতি বিশেষ আকর্ষণ।
1/6
গঙ্গাসাগরের ত্রিশূল বাবা গঙ্গাসাগর মেলার এক পরিচিত ও আলোচিত সাধু চরিত্র। মকর সংক্রান্তির সময় গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ের মধ্যেই আলাদা করে নজর কাড়েন তিনি। (তথ্য ও ছবি - সুমন সাহা)
গঙ্গাসাগরের ত্রিশূল বাবা গঙ্গাসাগর মেলার এক পরিচিত ও আলোচিত সাধু চরিত্র। মকর সংক্রান্তির সময় গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ের মধ্যেই আলাদা করে নজর কাড়েন তিনি। (তথ্য ও ছবি - সুমন সাহা)
advertisement
2/6
এই ত্রিশূল বাবার হাতে যে ত্রিশূলটি আছে, সেটির ওজন প্রায় ৮ কেজি। যার উচ্চতা ৮ ফুট এবং পুরোটাই চাঁদি দিয়ে তৈরি। এই ত্রিশূলটি বাবাকে এক ভক্ত তাঁকে দান করেছিলেন।
এই ত্রিশূল বাবার হাতে যে ত্রিশূলটি আছে, সেটির ওজন প্রায় ৮ কেজি। যার উচ্চতা ৮ ফুট এবং পুরোটাই চাঁদি দিয়ে তৈরি। এই ত্রিশূলটি বাবাকে এক ভক্ত তাঁকে দান করেছিলেন।
advertisement
3/6
সারা শরীরে ভস্ম মেখে, হাতে বিশাল ত্রিশূল নিয়ে ত্রিশূল বাবা দাঁড়িয়ে থাকেন গঙ্গাসাগরের বেলাভূমিতে। এই দৃশ্য বহু পুণ্যার্থীর কাছে বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতীক। লোককথা অনুযায়ী, ত্রিশূল বাবা বহু বছর ধরে কঠোর তপস্যা ও সাধনায় ব্রতী।
সারা শরীরে ভস্ম মেখে, হাতে বিশাল ত্রিশূল নিয়ে ত্রিশূল বাবা দাঁড়িয়ে থাকেন গঙ্গাসাগরের বেলাভূমিতে। এই দৃশ্য বহু পুণ্যার্থীর কাছে বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতীক। লোককথা অনুযায়ী, ত্রিশূল বাবা বহু বছর ধরে কঠোর তপস্যা ও সাধনায় ব্রতী।
advertisement
4/6
কনকনে শীত, প্রবল ভিড় কিংবা প্রতিকূল আবহাওয়া কিছুই তাঁর সাধনায় বাধা হতে পারে না। অনেক পুণ্যার্থী বিশ্বাস করেন, ত্রিশূল বাবার দর্শন করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের দুঃখ-কষ্ট দূর হয়। তাই স্নান শেষে অসংখ্য মানুষ তাঁর কাছে আশীর্বাদ নিতে ভিড় জমান।
কনকনে শীত, প্রবল ভিড় কিংবা প্রতিকূল আবহাওয়া কিছুই তাঁর সাধনায় বাধা হতে পারে না। অনেক পুণ্যার্থী বিশ্বাস করেন, ত্রিশূল বাবার দর্শন করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের দুঃখ-কষ্ট দূর হয়। তাই স্নান শেষে অসংখ্য মানুষ তাঁর কাছে আশীর্বাদ নিতে ভিড় জমান।
advertisement
5/6
গঙ্গাসাগর মেলায় নানা প্রান্ত থেকে আসা সাধু-সন্ন্যাসীদের ভিড়ের মধ্যেও ত্রিশূল বাবার উপস্থিতি আলাদা গুরুত্ব বহন করে। তাঁর নির্লিপ্ত জীবনযাপন, কঠোর তপস্যা এবং প্রতীকী ত্রিশূল যেন শিবভক্তিরই এক জীবন্ত রূপ।
গঙ্গাসাগর মেলায় নানা প্রান্ত থেকে আসা সাধু-সন্ন্যাসীদের ভিড়ের মধ্যেও ত্রিশূল বাবার উপস্থিতি আলাদা গুরুত্ব বহন করে। তাঁর নির্লিপ্ত জীবনযাপন, কঠোর তপস্যা এবং প্রতীকী ত্রিশূল যেন শিবভক্তিরই এক জীবন্ত রূপ।
advertisement
6/6
প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও ভিড় নিয়ন্ত্রণে সতর্ক থাকে, কারণ ত্রিশূল বাবাকে ঘিরে পুণ্যার্থীদের উৎসাহ সবসময়ই চোখে পড়ার মতো।গঙ্গাসাগর মেলা যেমন বিশ্বাস ও সংস্কৃতির মিলনক্ষেত্র, তেমনই ত্রিশূল বাবা সেই বিশ্বাসের এক জীবন্ত প্রতীক হয়ে প্রতি বছর ফিরে আসেন সাগরতটে। (তথ্য ও ছবি - সুমন সাহা)
প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও ভিড় নিয়ন্ত্রণে সতর্ক থাকে, কারণ ত্রিশূল বাবাকে ঘিরে পুণ্যার্থীদের উৎসাহ সবসময়ই চোখে পড়ার মতো। গঙ্গাসাগর মেলা যেমন বিশ্বাস ও সংস্কৃতির মিলনক্ষেত্র, তেমনই ত্রিশূল বাবা সেই বিশ্বাসের এক জীবন্ত প্রতীক হয়ে প্রতি বছর ফিরে আসেন সাগরতটে। (তথ্য ও ছবি - সুমন সাহা)
advertisement
advertisement
advertisement