Rainfall Alert Weather: রাতারাতি ভোলবদল প্রকৃতির! প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা এই জেলায়, জানুন আবহাওয়ার আপডেট
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Rainfall Alert Purulia Weather: শনিবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে প্রবেশ করেছে বর্ষা। তবে অস্বস্তিকর গরম থেকে এখনও পর্যন্ত রেহাই পায়নি দক্ষিণবঙ্গবাসী। (রিপোর্টার: শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়)
advertisement
কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের কোথাও কোথাও মুষলধারে বৃষ্টির সম্ভাবনা থাকছে। (রিপোর্টার: শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়)
advertisement
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। (রিপোর্টার: শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়)
advertisement
আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে গত এক সপ্তাহে যেভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, সেটা কমে যাবে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। (রিপোর্টার: শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়)
advertisement
দক্ষিণবঙ্গে যেমন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলছে, সেরকমই চলবে। আগামী ২৫ জুন এবং ২৬ জুন বৃষ্টি কিছুটা বেশি হবে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। (রিপোর্টার: শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়)
advertisement
ক্রমশই পুরুলিয়া জেলার তাপমাত্রার পারদ কমছে। ঝড় বৃষ্টি না হলেও সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাচ্ছে। (রিপোর্টার: শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়)
advertisement
শনিবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। (রিপোর্টার: শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়)
advertisement
প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা অফিসের পক্ষ থেকে জানানো হলেও এখনও পর্যন্ত পুরুলিয়া জেলাতে প্রবল ঝড় বৃষ্টি হতে দেখা যায়নি। জেলার মানুষেরা মুখিয়ে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির জন্য। (রিপোর্টার: শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়)
advertisement
উত্তরবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির কারণে লাল সর্তকতা জারি করা হলেও হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণও অনেকটাই কমবে। (রিপোর্টার: শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়)
advertisement