East Medinipur: ঘুগনি থেকে জিলিপি-পিঠে, পড়ুয়াদের রান্না করা খাবারেই জমজমাট স্কুলের খাদ্য মেলা

Last Updated:
East Medinipur: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া তিলোত্তমা সাবিত্রী গার্লস হাই স্কুল -এর ছাত্রীরা স্কুলের মাঠে আয়োজন করল ফুড ফেস্টিভ্যাল। স্কুলের পড়ুয়ারা মিলে তৈরি করলেন নানা পদের খাবার।
1/5
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া তিলোত্তমা সাবিত্রী গার্লস হাই স্কুল -এর ছাত্রীরা স্কুলের মাঠে আয়োজন করল ফুড ফেস্টিভ্যাল। স্কুলের পড়ুয়ারা মিলে তৈরি করলেন নানা পদের খাবার। (ছবি-সুজিত ভৌমিক)
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া তিলোত্তমা সাবিত্রী গার্লস হাই স্কুল -এর ছাত্রীরা স্কুলের মাঠে আয়োজন করল ফুড ফেস্টিভ্যাল। স্কুলের পড়ুয়ারা মিলে তৈরি করলেন নানা পদের খাবার। (ছবি-সুজিত ভৌমিক)
advertisement
2/5
জমজমাট স্কুলের এই খাদ্য মেলা। স্টল সাজিয়ে গরম গরম খাবার তৈরি করতে স্কুলের মাঠে হাজির ছিল ছাত্রীরা। মাঠে বসেই রান্নাবান্না শুরু করে দেয় পড়ুয়ারা। সকাল ১০ টা থেকেই চলে নানান ধরনের খাবার বানানোর প্রক্রিয়া। (ছবি-সুজিত ভৌমিক)
জমজমাট স্কুলের এই খাদ্য মেলা। স্টল সাজিয়ে গরম গরম খাবার তৈরি করতে স্কুলের মাঠে হাজির ছিল ছাত্রীরা। মাঠে বসেই রান্নাবান্না শুরু করে দেয় পড়ুয়ারা। সকাল ১০ টা থেকেই চলে নানান ধরনের খাবার বানানোর প্রক্রিয়া। (ছবি-সুজিত ভৌমিক)
advertisement
3/5
খাদ্য উৎসবে একের পর এক লোভনীয় খাবারের পসরা নিয়ে হাজির হয়েছিল স্কুলেরই পড়ুয়ারা। ঘুগনি, মধুলীলা, মোমো, কাটলেট থেকে শুরু করে চিকেন -ভেজ পকোড়া , চাউমিন -পাস্তা, আলু পরোটা , চিকেন পকোড়া, ফারহা রোল, পিঠে পুলি এইরকম নানা পদের খাবারের আয়োজন করা হয় স্টল গুলিতে। (ছবি-সুজিত ভৌমিক)
খাদ্য উৎসবে একের পর এক লোভনীয় খাবারের পসরা নিয়ে হাজির হয়েছিল স্কুলেরই পড়ুয়ারা। ঘুগনি, মধুলীলা, মোমো, কাটলেট থেকে শুরু করে চিকেন -ভেজ পকোড়া , চাউমিন -পাস্তা, আলু পরোটা , চিকেন পকোড়া, ফারহা রোল, পিঠে পুলি এইরকম নানা পদের খাবারের আয়োজন করা হয় স্টল গুলিতে। (ছবি-সুজিত ভৌমিক)
advertisement
4/5
কথায় আছে ভোজন রসিক বাঙালি। ফুড ফেস্টিভ্যালে স্কুলের মাঠে জমে ছিল ভিড়। পড়ুয়াদের হাতের তৈরি নানান পদের খাবার খেতে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক -অভিভাবিকা সহ কচিকাঁচারা পড়ুয়া খাদ্য মেলার স্টল গুলিতে ভিড় করেন। (ছবি-সুজিত ভৌমিক)
কথায় আছে ভোজন রসিক বাঙালি। ফুড ফেস্টিভ্যালে স্কুলের মাঠে জমে ছিল ভিড়। পড়ুয়াদের হাতের তৈরি নানান পদের খাবার খেতে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক -অভিভাবিকা সহ কচিকাঁচারা পড়ুয়া খাদ্য মেলার স্টল গুলিতে ভিড় করেন। (ছবি-সুজিত ভৌমিক)
advertisement
5/5
এই ধরনের ফুড ফেস্টিভ্যাল সম্পর্কে স্কুলের টিচার-ইন-চার্জ কণিকামনি মন্ডল বলেন, "আমাদের স্কুলে এটা প্রথম বছর ছাত্রীদের নিয়ে শুরু করেছি। ভাবতে পারিনি ছাত্রীরা যে এত উৎসাহিত হবে এই খাদ্য মেলায়। স্কুলের ছাত্রীদের হাতের নানান ধরনের বানানো সুস্বাদু খাবার খেয়ে আমরা শিক্ষিকাগন খুবই খুশিও আনন্দিত এবং আপ্লুত।" (ছবি-সুজিত ভৌমিক)
এই ধরনের ফুড ফেস্টিভ্যাল সম্পর্কে স্কুলের টিচার-ইন-চার্জ কণিকামনি মন্ডল বলেন, "আমাদের স্কুলে এটা প্রথম বছর ছাত্রীদের নিয়ে শুরু করেছি। ভাবতে পারিনি ছাত্রীরা যে এত উৎসাহিত হবে এই খাদ্য মেলায়। স্কুলের ছাত্রীদের হাতের নানান ধরনের বানানো সুস্বাদু খাবার খেয়ে আমরা শিক্ষিকাগন খুবই খুশিও আনন্দিত এবং আপ্লুত।" (ছবি-সুজিত ভৌমিক)
advertisement
advertisement
advertisement