Virat Kohli: দলে ফিরেই কোহলিকে নিয়ে মন্তব্য শ্রেয়সের! বড় কথা বলে দিলেন ভারতের সহ অধিনায়ক

Last Updated:

Virat Kohli: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারত গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। যেখানে বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

News18
News18
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারত গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। যেখানে বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত চার উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। অভিজ্ঞ কোহলি ৯১ বলে ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলেন এবং এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে নিয়ে যান। অন্যদিকে শ্রেয়স আইয়ার মাত্র এক রানের জন্য অর্ধশতরান মিস করলেও তাঁর দায়িত্বশীল ব্যাটিং ভারতের ইনিংসকে শক্ত ভিত গড়ে দেয়।
এই ম্যাচটি বিরাট কোহলির কেরিয়ারে বিশেষ গুরুত্ব বহন করে। ভাদোদরা ওয়ানডেতে খেলতে নেমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত ২৮,০০০ রান পূর্ণ করেন। নিজের ৬২৪তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করে তিনি বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন। একই সঙ্গে তিনি শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এই তালিকায় তাঁর সামনে এখন কেবল সচিন তেন্ডুলকরই রয়েছেন।
advertisement
ম্যাচ শেষে সতীর্থ বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করেন শ্রেয়স আইয়ার। বিসিসিআই প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, কোহলির ইনিংস নিয়ে যতই বলা হোক না কেন, তা কমই হবে। দীর্ঘদিন ধরে কোহলিকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। স্ট্রাইক রোটেশন ও বোলারদের উপর চাপ সৃষ্টি করার ক্ষেত্রে কোহলির দক্ষতা যে আজও অতুলনীয়, সেটিও তুলে ধরেন শ্রেয়স।
advertisement
advertisement
চোট কাটিয়ে দলে ফেরা শ্রেয়স আইয়ার নিজের অনুভূতিও প্রকাশ করেন। তিনি জানান, জয় দিয়ে সিরিজ শুরু করতে পারা দারুণ অনুভূতির এবং দীর্ঘদিন পর ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি ভীষণ খুশি। অন্যদিকে এই ম্যাচটি বিরাট কোহলির জন্যও স্মরণীয় হয়ে থাকে, কারণ এটি ছিল তাঁর ৩০৯তম ওয়ানডে। এর মাধ্যমে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে ভারতের হয়ে সর্বাধিক ওয়ানডে খেলা খেলোয়াড়দের টপ-৫ তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: দলে ফিরেই কোহলিকে নিয়ে মন্তব্য শ্রেয়সের! বড় কথা বলে দিলেন ভারতের সহ অধিনায়ক
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement