MrBeast climbs Burj Khalifa: বুর্জ খলিফার চূড়োয় উঠলেন ইউটিউবার মিঃ বিস্ট ! তাঁর কাণ্ড দেখে বুক কেঁপে গেল নেটিজেনদের, ভাইরাল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
YouTuber MrBeast climbs Burj Khalifa: মিঃ বিস্টের বুর্জ খলিফায় চড়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ব্লেজার আর ট্রাউজার পরে বুর্জ খালিফার মাথায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। চোখে মুখে উত্তেজনা। কাঁপা কাঁপা গলায় বলছেন, “আমি পেরেছি। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের চূড়ায় দাঁড়িয়ে রয়েছি।”
সগর্বে বুর্জ খলিফার মাথায় দাঁড়িয়ে রয়েছেন ইউটিউবার জিমি ডোনাল্ডসন। গোটা বিশ্ব যাঁকে ‘মিঃ বিস্ট’ নামেই চেনে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা। তাঁর মাথায় চড়েছেন তিনি। বলা ভাল আরোহন করেছেন। বুর্জ খলিফাকে ‘আবাসনের এভারেস্ট’ বললেও ভুল হবে না। তাতে চড়া সোজা কথা নয় মোটেই। সেই অসাধ্যসাধনই করেছেন তিনি। মিঃ বিস্টের বুর্জ খলিফায় চড়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। Photo: Instagram
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ব্লেজার আর ট্রাউজার পরে বুর্জ খলিফার মাথায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। চোখে মুখে উত্তেজনা। কাঁপা কাঁপা গলায় বলছেন, “আমি পেরেছি। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের চূড়ায় দাঁড়িয়ে রয়েছি।” এরপর একবার নীচের দিকে তাকান মিঃ বিস্ট। আতঙ্কে কেঁপে ওঠেন। অনেক কষ্টে মুখে হাসি এনে বলেন, “ভয়ঙ্কর, নীচে তাকানো উচিত হয়নি আমার। সত্যিই ভয়াবহ।” Photo: Instagram
advertisement
@DramaAlert নামের একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ভিডিওটি পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত ভিউ হয়েছে ১.৫ মিলিয়নের বেশি। লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তবে নেটিজেনরা দ্বিধাবিভক্ত। অনেকেই মিঃ বিস্টের সাহসের প্রশংসা করেছেন। আবার অনেকে বলছেন, এটা পাগলামি। কেউ কেউ তো রীতিমতো কটাক্ষে বিঁধেছেন মিঃ বিস্টকে। একজন ইউজার লিখেছেন, “তো কোন রাজকার্যটা হল? ট্ম ক্রুজ আগেই করেছেন। আর তিনি আপনার মতো ভয় পাননি।” Photo: Instagram
advertisement
আরেকজন ইউটিউবারের প্রশংসা করেছেন, উঁচুতে উঠতে তাঁর ভয়ের কথা জানিয়ে লিখেছেন, “দেখেই কেমন লাগছে। শরীর শিরশির করছে। বুর্জ খালিফার চূড়ায় উঠলে না জানি আমার কী হত।” অনেকে বলছেন, কটা ভিউ-এর লোভে এই কাণ্ড করেছেন মিঃ বিস্ট। একজন লিখেছেন, “দেখে মনে হচ্ছে, ভিউ পাওয়ার জন্য ইদানীং একটু বেশিই খাটাখাটুনি করছেন।” ইউটিউবে নানা রকম স্টান্ট করেন তিনি। কিন্তু বুর্জ খালিফার মাথায় উঠে পড়াটা কতটা যুক্তিসঙ্গত, তাই নিয়েও কাটাছেঁড়া করেছেন অনেকে। একজন লিখেছেন, “এই ধরণের স্টান্ট পাগলামি ছাড়া আর কিছু নয়। এই পাগলামি দিন দিন বাড়ছে। এর শেষ কোথায়?” Photo: Instagram
advertisement
অবশ্য মিঃ বিস্টের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অধিকাংশ নেটিজেনই। তাঁরা খোলাখুলিই বলছেন, “হ্যাটস অফ। বুর্জ খালিফায় ওঠা সবার কম্মো নয়।” তবে মিঃ বিস্ট-ই প্রথম নন। এর আগেও বুর্জ খালিফায় চড়েছেন অনেকেই। এঁদের মধ্যে যেমন অভিনেতা ট্ম ক্রুজ, দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান, অভিনেতা উইল স্মিথ রয়েছেন তেমনই রয়েছেন স্যাম সান্ডারল্যান্ড, অ্যালেন রবার্ট, আলেক্সিস ল্যান্ডটের মতো স্টান্টম্যানরাও। এমিরেটস এয়ারলাইন্সের ভাইরাল বিজ্ঞাপনে নিকোল স্মিথ-লুডভিকও বুর্জ খালিফায় আরোহন করেছিলেন। Photo: Youtube