Worlds Largest Snake:সাক্ষাৎ দৈত্য, ভয়াল-ভয়ঙ্কর...দেখা মিলল বিশ্বের সবচেয়ে বড় সাপের, ২৬ ফুট লম্বা, ৪৪০ পাউন্ড ওজন, একবারে গিলে খাবে আস্ত মানুষ

Last Updated:
পুরনো সব রেকর্ড চুরমার! দেখা মিলল বিশ্বের সবচেয়ে বড় সাপের! ভয়াবহ, দৈত্যকায়। লম্বায় ২৬ ফিট, ওজন ৪৪০ পাউন্ড। সাপটির নাম নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। একবারেই গিলে খাবে আস্ত এক মানুষ
1/6
পুরনো সব রেকর্ড চুরমার! দেখা মিলল বিশ্বের সবচেয়ে বড় সাপের! ভয়াবহ, দৈত্যকায়। লম্বায় ২৬ ফিট, ওজন ৪৪০ পাউন্ড। সাপটির নাম নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। একবারেই গিলে খাবে আস্ত এক মানুষ।
পুরনো সব রেকর্ড চুরমার! দেখা মিলল বিশ্বের সবচেয়ে বড় সাপের! ভয়াবহ, দৈত্যকায়। লম্বায় ২৬ ফিট, ওজন ৪৪০ পাউন্ড। সাপটির নাম নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। একবারেই গিলে খাবে আস্ত এক মানুষ।
advertisement
2/6
এই প্রথম দেখা মিলল এই সাপের। সাপের মাথাটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথার সাইজের। বিজ্ঞানীদের মতে, এটিই এখন পর্যন্ত সবথেকে বড় ও সবথেকে বেশি ওজনের সাপ।
এই প্রথম দেখা মিলল এই সাপের। সাপের মাথাটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথার সাইজের। বিজ্ঞানীদের মতে, এটিই এখন পর্যন্ত সবথেকে বড় ও সবথেকে বেশি ওজনের সাপ।
advertisement
3/6
আমাজনের রেইনফরেস্টের গভীরে দেখা মিলেছে ভয়াবহ এই সাপের। সাপটির ওজন গড় মানুষের থেকে তিনগুণ, প্রায় ২০০ কেজি। ন্যাশনাল জিওগ্রাফিক-এর সিরিজ 'পোল টু পোল'-এর শ্যুটিংয়ের সময় বন্যপ্রাণী উপস্থাপক ও অধ্যাপক ফ্রিক ভঙ্ক ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের গভীরে এই সাপটি দেখতে পান।
আমাজনের রেইনফরেস্টের গভীরে দেখা মিলেছে ভয়াবহ এই সাপের। সাপটির ওজন গড় মানুষের থেকে তিনগুণ, প্রায় ২০০ কেজি। ন্যাশনাল জিওগ্রাফিক-এর সিরিজ 'পোল টু পোল'-এর শ্যুটিংয়ের সময় বন্যপ্রাণী উপস্থাপক ও অধ্যাপক ফ্রিক ভঙ্ক ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের গভীরে এই সাপটি দেখতে পান।
advertisement
4/6
এই অ্যানাকোন্ডা সাপটির রং সবুজ। ইনস্টাগ্রামে সাপটির ভিডিও শেয়ার করে  ৪০ বছর বয়সী ডাচ জীববিজ্ঞানী অধ্যাপক  ভঙ্ক লিখেছেন, '' এটি বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকোন্ডা। গাড়ির টায়ারের মত মোটা। আট মিটার লম্বা, ২০০ কেজির বেশি ওজন। আমার মাথার থেকেও বড় সাপটির মাথা। ঠিক যেন দৈত্য। নয়টি দেশের আরও ১৪ জন বিজ্ঞানীর মিলে আমরা বিশ্বের বৃহত্তম সাপের প্রজাতি সবুজ অ্যানাকোন্ডা আবিষ্কার করেছি।''
এই অ্যানাকোন্ডা সাপটির রং সবুজ। ইনস্টাগ্রামে সাপটির ভিডিও শেয়ার করে ৪০ বছর বয়সী ডাচ জীববিজ্ঞানী অধ্যাপক ভঙ্ক লিখেছেন, '' এটি বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকোন্ডা। গাড়ির টায়ারের মত মোটা। আট মিটার লম্বা, ২০০ কেজির বেশি ওজন। আমার মাথার থেকেও বড় সাপটির মাথা। ঠিক যেন দৈত্য। নয়টি দেশের আরও ১৪ জন বিজ্ঞানীর মিলে আমরা বিশ্বের বৃহত্তম সাপের প্রজাতি সবুজ অ্যানাকোন্ডা আবিষ্কার করেছি।''
advertisement
5/6
সাপটি দেখে ভয়ে আঁতকে উঠবেন। সাপটি গাড়ির টায়ারের মত মোটা। নতুন প্রজাতির সাপটির লাতিন নাম দেওয়া হয়েছে ইউনেক্টেস আকায়ামা, নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা।' আকায়ামা শব্দটি এসেছে উত্তর দক্ষিণ আমেরিকার আদিবাসী ভাষা থেকে। এর অর্থ মহান সাপ।
সাপটি দেখে ভয়ে আঁতকে উঠবেন। সাপটি গাড়ির টায়ারের মত মোটা। নতুন প্রজাতির সাপটির লাতিন নাম দেওয়া হয়েছে ইউনেক্টেস আকায়ামা, নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা।' আকায়ামা শব্দটি এসেছে উত্তর দক্ষিণ আমেরিকার আদিবাসী ভাষা থেকে। এর অর্থ মহান সাপ।
advertisement
6/6
এর আগে বিশ্বের সবচেয়ে বড় পরিচিত প্রজাতির সাপ ছিল জালিকার অজগর, এটি গড়ে ২০ ফুট ৫ ইঞ্চি লম্বা ছিল। এতদিন পর্যন্ত অ্যামাজনে সবুজ অ্যানাকোন্ডার একটি মাত্র প্রজাতি ছিল, যাকে বলা হয় জায়ান্ট অ্যানাকোন্ডা।
এর আগে বিশ্বের সবচেয়ে বড় পরিচিত প্রজাতির সাপ ছিল জালিকার অজগর, এটি গড়ে ২০ ফুট ৫ ইঞ্চি লম্বা ছিল। এতদিন পর্যন্ত অ্যামাজনে সবুজ অ্যানাকোন্ডার একটি মাত্র প্রজাতি ছিল, যাকে বলা হয় জায়ান্ট অ্যানাকোন্ডা।
advertisement
advertisement
advertisement