World: বিদ্যুৎ পরিষেবা-যোগাযোগ ব্যবস্থা তুমুল ব্যাহত হওয়ার আশঙ্কা, পৃথিবীর কি ঘোর বিপদ! 'শত্রু' সূর্য
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
World: গবেষকরা বলেছিলেন, প্রলয় ঝড় উঠেছে সূর্যে। সূর্যের করোনা অশান্ত। সেখান থেকে প্রবল গতিতে সৌররশ্মি ছিটকে বেরিয়ে আসছে।
বিগত কয়েক দিন ধরেই সূর্যে উথালপাথাল পরিস্থিতি। সৌরঝড় নিয়ে আগেও সতর্ক করেছে নাসা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার সেই সতর্কবার্তা সত্যি করে পৃথিবীর গায়ে এসে লাগল সৌরঝড়ের ধাক্কা। সূর্যের পিঠে ২ লক্ষ কিলোমিটারের বেশি দীর্ঘ সৌরকলঙ্ক ধরা পড়েছে। এত বিশাল সানস্পট দেখে চিন্তায় ছিলেন বিজ্ঞানীরা। এই পরিস্থিতিতে আরও একটি মারাত্মক সৌরঝড় আঘাত হানতে চলেছে পৃথিবীতে।
advertisement
advertisement
advertisement
পৃথিবীর উপরেও সম্প্রতি সৌরঝড়ের প্রভাব পড়েছে। সূর্যের ঝড়ের ফলে বিচ্ছুরিত সৌরপদার্থের ধাক্কা এসে লেগেছে পৃথিবীর চৌম্বকীয় তরঙ্গে। যার ফলে বেশ কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। আমেরিকার ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বা নোয়ার তরফে জানানো হয়েছে, সৌরঝড়ের ধাক্কায় পৃথিবীর চৌম্বকীয় তরঙ্গে ঝড় উঠেছে। এই ঝড়ের ফলে পৃথিবীর বুকে একাধিক দেশের আকাশে দেখা গিয়েছে অভিনব মেরুজ্যোতি।
advertisement
advertisement
বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানীরা বলছেন, লাদাখে প্যাংগং হ্রদের তীরে মেরাকের আকাশ রঙিন আলোর ছটায় ভরে উঠেছে। তবে শুধু লাদাখ নয়, ইদানীং কালে পৃথিবীর নানা প্রান্তেই এমন আলোর ছটা চোখে পড়েছে আকাশে। তবে লাদাখে তার আবির্ভাব বিরল। গত বছরও লাদাখের আকাশে মেরুপ্রভা দেখা গিয়েছিল।
advertisement
advertisement