Women Likes Aged Married Men: বিছানায় যৌনতৃপ্তি না অন্য হাতছানি! বিবাহিত পুরুষের প্রেমে যে কারণে বার বার পড়েন মহিলারা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Women in Extra Marital Affair: জার্নাল অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজিতে একটি গবেষণায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা যাচ্ছে, ৯০ শতাংশ মহিলাই এমন কোনও পুরুষের প্রতি আকর্ষিত, যিনি ইতিমধ্য়েই বিবাহিত বা কোনও সম্পর্কে আবদ্ধ আছেন।
মহিলাদের জীবন ও সম্পর্ক নিয়ে নানা গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। জানা যাচ্ছে সিঙ্গল মহিলাদের ঝোঁক অধিকাংশ সময়ই বিবাহিত ও বয়সে বড় পুরুষদের ক্ষেত্রেই বেশি থাকে। সমীক্ষা ও গবেষণায় দেখা যাচ্ছে, সিঙ্গল পুরুষদের থেকেও একাকী নারীদের পছন্দের তালিকায় বেশি আকর্ষণ থাকে বিবাহিত পুরুষের প্রতি। কিন্তু কেন এরকম হয়, তা কি জানেন? আদৌ কতটা সত্যি এই তত্ত্ব? তারই সুলুকসন্ধান এই প্রতিবেদন। প্রতীকী ছবি
advertisement
মহিলারা বিবাহিত পুরুষের প্রেমে পড়েন বেশি। দেখা যাচ্ছে একাধিক সমীক্ষাতেও উঠে এসেছে এই তথ্য। কিন্তু কেন এমন হয়? কেন বেশিরভাগ মহিলার ক্ষেত্রেই এই বিষয়টি লক্ষ্য করা যায়? কেন বিবাহিত পুরুষদের(Married Man) প্রেমেই পড়েন অনেক মহিলা! শুধুই কি যৌনতার আনন্দ অভিজ্ঞতাই কারণ, নাকি আরও অন্য কোনও কারণ রয়েছে এই প্রবণতার পিছনে?
advertisement
জার্নাল অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজিতে একটি গবেষণা প্রকাশ করা হয়েছিল। সেই গবেষণায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা যাচ্ছে, ৯০ শতাংশ মহিলাই এমন কোনও পুরুষের প্রতি আকর্ষিত, যিনি ইতিমধ্য়েই বিবাহিত বা কোনও সম্পর্কে আবদ্ধ আছেন। অথচ যখন তাঁরা জানতে পেরেছেন একজন পুরুষ সিঙ্গল, তখন মাত্র ৫৯ শতাংশ মহিলাই উৎসাহ দেখিয়েছেন। অর্থাৎ সমীক্ষায় স্পষ্ট যে কোনও সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ পুরুষকে সত্যি সত্যিই তুলনামূলকভাবে বেশি পছন্দ করেন সিঙ্গল মহিলারা। প্রতীকী ছবি
advertisement
‘অন্যের পুরুষের’ প্রতি আকর্ষণ বেশি, কেন? অল্পবয়সি মহিলারা বেশিরভাগ সময়েই বয়স্ক ও বিবাহিত পুরুষের প্রেমে পড়েন। একটি গবেষণায় উঠে এসেছে তেমন তথ্য। জার্নাল হিউম্যান নেচারে সেই গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ইতিমধ্য়েই যে পুরুষকে একজন মহিলা বেছে নিয়েছেন, এমন পুরুষের প্রতি আকর্ষণ এমনিই বেড়ে যায়। কারণ এইক্ষেত্রে অল্প বয়সি মহিলাদের একাংশ মনে করেন, এই পুরুষ সঙ্গম সঙ্গী হিসেবে ভালোই। সাধারণত অভিজ্ঞতাসম্পন্ন 'ম্যাচিওর্ড' মহিলারা সঙ্গম সঙ্গী খোঁজার ক্ষেত্রে তুলনামূলকভাবে দক্ষ হন। প্রতীকী ছবি
advertisement
কমিটমেন্টের প্রমিস থাকে না কোনও সিঙ্গল ছেলের সঙ্গে সম্পর্ক গড়লে কমিটমেন্ট দেওয়ার প্রসঙ্গ এসে যায় অনেক সময়। কিন্তু ইতিমধ্য়েই যিনি বিবাহিত বা কোনও সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ, তিনি নতুন করে কমিটমেন্ট চাইবেন না নিশ্চয়ই, এমন চিন্তাধারাও মহিলাদের বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে উৎসাহ যোগায় বলেই মনে করছেন মনোবিদ ও সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা। বস্তুত এক্ষেত্রে মহিলারা কমিটমেন্ট চাইছেন না, শুধুই মুহূর্তের ভালো লাগা খুঁজছেন। এরকম দাবি করে বেশ কিছু গবেষণা।
advertisement
বয়সে বড় পুরুষদের প্রতিই আগ্রহ থাকে বেশি নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন তরুণীর সঙ্গে কথা বলেও এমনই ইঙ্গিত মিলছে। এঁদের মধ্যে একজনের বক্তব্য, তাঁর সঙ্গে যাঁর ভালোবাসার সম্পর্ক তিনি বিবাহিত। কিন্তু সম্পর্ক যত গভীরে পৌঁছেছে ততই দেখা গিয়েছে তাঁদের সম্পর্ক দৃঢ় হয়েছে। বোঝাপড়াও সুন্দর হয়েছে। এর অন্যতম কারণ হিসেবে মেয়েটি তাঁর পুরুষ সঙ্গীর অভিজ্ঞতাকেই চিহ্নিত করেছেন।
advertisement
advertisement
‘তিনি ঝুঁকি নিতে পারেন’ কোনও বিবাহিত বা ইতিমধ্য়েই সম্পর্কে থাকা পুরুষ যখন আরও একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন তাতে যথেষ্ট ঝুঁকি থাকতে পারে। কারণ, এতে তাঁর প্রথম সম্পর্কে প্রভাব পড়তে পারে। সম্পর্ক ভেঙেও যেতে পারে। কিন্তু দ্বিতীয় ওই মহিলার জন্য যখন তিনি এত বড় ঝুঁকি নিচ্ছেন, তার মানে তাঁকে ভরসা করা যায়। গবেষণায় দেখা গিয়েছে, এই দিকটিও বেশ গুরুত্ব দেন মহিলারা।
advertisement