জানেন, কেন ভারতের মানচিত্রে শ্রীলঙ্কাও দেখানো হয়? বহু শিক্ষিত মানুষ বলতে পারবেন না সঠিক উত্তর...!
- Published by:Tias Banerjee
Last Updated:
Why Sri Lanka On India Map: বহু দশক ধরে ভারতের মানচিত্রে শ্রীলঙ্কাকে দেখানো হয়েছে। অথচ শ্রীলঙ্কা একটি স্বাধীন দেশ, ভারতের এর উপর কোনও অধিকার বা কর্তৃত্ব নেই। তাহলে কেন ভারতের মানচিত্রে শ্রীলঙ্কা দেখা যায়? আজ আমরা সেটাই ব্যাখ্যা করব।
advertisement
advertisement
advertisement
সমুদ্রের আইন (Law of the Sea) জাতিসংঘ স্বীকৃত সমুদ্র আইন অনুসারে, কোনও দেশের সীমান্ত যদি সমুদ্রের সাথে যুক্ত থাকে, তবে সেই দেশের জলসীমা ২০০ নটিক্যাল মাইল (প্রায় ৩৭০ কিমি) পর্যন্ত বিস্তৃত হবে। এই ৩৭০ কিমির মধ্যে সংশ্লিষ্ট দেশের নৌবাহিনী মোতায়েন থাকতে পারে এবং সেই এলাকার দ্বীপ ও গঠনগুলিকে মানচিত্রে অন্তর্ভুক্ত করতেই হবে।
advertisement
advertisement
advertisement
advertisement